অপূর্ণাঙ্গ প্রশ্নে জাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা
Published: 12th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষার এক সেট প্রশ্নে চারটি প্রশ্ন কম থাকার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ সময় অপূর্ণাঙ্গ প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগ পাওয়া যায়।
পরীক্ষা শেষে একাধিক পরীক্ষার্থী জানান, পরীক্ষার মাঝপথে তারা প্রশ্নে নির্দিষ্ট প্রশ্নগুলোর সঠিক উত্তর বিকল্প না পেয়ে কর্তব্যরত শিক্ষকদের বিষয়টি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু কক্ষে বোর্ডে প্রশ্নের অপশন লিখে দেওয়া হয়, আবার কিছু কক্ষে শিক্ষকরা মুখে বলে দেন।
এক পরীক্ষার্থী জানান, তাদের কক্ষে তিনটি প্রশ্নের বিকল্প বোর্ডে লেখা হয়। আর একটি প্রশ্নের বিকল্প মুখে বলে দেওয়া হয়। তবে অনেক কক্ষে শেষ মুহূর্তে প্রশ্নগুলোর বিকল্প জানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন মাহবুব কবির বলেন, “প্রিন্টিংয়ের ভুলের কারণে দুটি প্রশ্ন ছাপা হয়নি। তবে বিষয়টি নজরে আসার পর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে আমাদের জানানো হয়। তখন আমরা সঙ্গে সঙ্গে দায়িত্বরত শিক্ষকদের প্রশ্নগুলো বলে দিতে বলেছিলাম।”
অনেক কেন্দ্রে শেষ সময়ে প্রশ্ন জানানোর বিষয়ে তিনি বলেন, “এতগুলো পরীক্ষাকেন্দ্রে এত দ্রুত জানানো সম্ভব ছিল না। আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছু ক্ষেত্রে দেরি হয়েছে।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ব কল প পর ক ষ র
এছাড়াও পড়ুন:
শিবিরকর্মীকে জবাই করে হত্যাচেষ্টা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা এলাকার ইন্দ্রনগর গ্রামের শিবিরকর্মী সাইফুল ইসলামকে (১৭) জবাই করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার ছাত্রলীগ নেতা অমিত পাড়ের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার রাতে কালিগজ্ঞ উপজেলার নলতা এলাকার ইন্দ্রনগর গ্রামের হুসাইনাবাদ জামে মসজিদের পাশে ঘটে।
আহত সাইফুলকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় নলতা হাসপাতালে নিয়ে গেলে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার শিকার সাইফুল ইসলাম একই এলাকার আব্দুল মালেকের ছেলে। অভিযুক্ত যুবক একই এলাকার আওয়ামী গীগ নেতা রেজাউল পাড়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, ইন্দ্রনগর গ্রামের আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম পাড়ের ছেলে অমিত পাড় মাদকাসক্ত হয়ে রাতে সাইফুল ইসলাম নামের এক শিবিরকর্মীকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা কর। সাইফুলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে অমিত পালিয়ে যায়।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ শাসনামলে রেজাউল পাড়ের বড় ছেলে জনি পাড় ও ছোট ছেলে অমিত পাড় এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তোলে। আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকায় এলাকার লোকজন তাদের কিছু বলতে সাহস পেত না। বর্তমানেও তারা সেই অভ্যাস চালু রেখেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়েছে, তবে মূল অভিযুক্ত পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।