এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক এম এম মুজাহিদ উদ্দীনের দুটি বই। রকমারিতে বই দুটির অর্ডার করা যাবে। এ ছাড়া বইমেলায় অন্বেষা প্রকাশনের ৭০৯, ৭১০, ৭১১, ৭১২ নং এবং বাংলার প্রকাশন-এর ৮২০, ৮২১ স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে।

বই দুটির একটি ছাত্রজীবন থেকে ক্যারিয়ার প্রস্তুতির যাবতীয় গাইডলাইন নিয়ে লেখা ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। অন্যটি বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে লেখা ‘লেসন ফ্রম বুকস’। বইটি প্রকাশ করছে বাংলার প্রকাশন।

‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা এবং ‘লেসন ফ্রম বুকস’ বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা রাখা হচ্ছে।

আরো পড়ুন:

বুক মার্কেটিং লেখক-প্রকাশক উভয়েরই দায়িত্ব: জসিম উদ্দিন

বইমেলায় এস এম জাহিদ হাসানের ‘চলতি পথের বাঁকে’

ক্যাম্পাস টু ক্যারিয়ার বই সম্পর্কে লেখক বলেন, ‘‘জীবনে বড় হওয়ার জন্য একজন মেন্টরের দরকার হয়। যার পরামর্শ দেওয়ার মতো কেউ নেই; বইটি তার জন্য মেন্টরের ভূমিকা পালন করবে। তিনি আকাশ ছোঁয়ার দুরন্ত স্বপ্ন দেখবেন।’’

লেসন ফ্রম বুকস বই সম্পর্কে তিনি বলেন, ‘‘বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে মূলত বইটি লেখা হয়েছে। যে জীবনের পাঠ সুন্দর অভ্যাস, টাকা অর্জন-বিনিয়োগ, খ্যাতি, সম্মান ও সফল জীবন গঠনের সহায়ক হবে। ব্যস্ত জীবনে অনেকেরই এতো বইপড়ার সুযোগ হয় না। তারা সহজেই বইটি থেকে লাইফ লেসন শিখে জীবনে সফল হতে পারবেন।’’

ইতোপূর্বে তিনি ভাইভা বোর্ডের মুখোমুখি বইটি লিখে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নিয়মিত দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে কলাম এবং ফিচার লেখেন। তরুণদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ ও অনুপ্রেরণা দেন।

ঢাকা/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল য়

এছাড়াও পড়ুন:

শিশুদের অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখাবে মেটা

অনলাইনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশিক্ষণ দেবে মেটা। এ জন্য অলাভজনক সংস্থা চাইল্ডহেল্পের সহযোগিতায় বিশেষ শিক্ষা কর্মসূচি চালু করছে প্রতিষ্ঠানটি। মেটার তথ্যমতে, বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকার কৌশল শেখাতে এরই মধ্যে বিশেষ পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। মেটার অর্থায়নে পরিচালিত এই পাঠ্যক্রম শিশুদের পাশাপাশি বিদ্যালয় এবং অভিভাবকেরাও ব্যবহার করতে পারবেন।

মেটার তথ্যমতে, এই পাঠ্যক্রমের মাধ্যমে শিশুদের অনলাইন ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি সেগুলো থেকে নিরাপদ থাকার কৌশল শেখানো হবে। এ জন্য বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট প্রকাশ করা হবে। এসব কনটেন্টের মাধ্যমে শিশুরা সহজেই অনলাইন ও অফলাইনে নিরাপদ থাকার কৌশল শিখতে পারবে। এই পাঠ্যক্রম শিশু সুরক্ষা বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি করা হয়েছে।

শিক্ষা কর্মসূচি চালুর বিষয়ে মেটার গ্লোবাল সেফটি বিভাগের প্রধান অ্যান্টিগোন ডেভিস এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের প্ল্যাটফর্মে কিশোর-কিশোরীদের নিরাপদ রাখতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। তবে এসব সুরক্ষা তখনই কার্যকর হবে, যখন কিশোর-কিশোরীরা অনলাইনে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করতে পারবে এবং কোথা থেকে সহায়তা নিতে হবে, তা জানবে।’

অনলাইনে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মেটা ইতিমধ্যে বেশ কয়েকটি সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। এরই ধারাবাহিকতায় গত বছর নিজেদের মালিকানাধীন ইনস্টাগ্রাম অ্যাপে কিশোর-কিশোরীদের নিরাপত্তায় নতুন একটি নিরাপত্তা সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। সুবিধাটি চালু হওয়ায় কিশোর-কিশোরীদের কাছে কেউ প্রাপ্তবয়স্কদের উপযোগী ছবি পাঠালে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ঘোলা দেখা যায়। এ ছাড়া ডিসঅ্যাপিয়ারিং ছবির স্ক্রিনশট নেওয়ার সুযোগও বন্ধ করেছে মেটা।

সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত নিবন্ধ