বইমেলায় মুজাহিদ উদ্দীনের দুই বই
Published: 12th, February 2025 GMT
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক এম এম মুজাহিদ উদ্দীনের দুটি বই। রকমারিতে বই দুটির অর্ডার করা যাবে। এ ছাড়া বইমেলায় অন্বেষা প্রকাশনের ৭০৯, ৭১০, ৭১১, ৭১২ নং এবং বাংলার প্রকাশন-এর ৮২০, ৮২১ স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে।
বই দুটির একটি ছাত্রজীবন থেকে ক্যারিয়ার প্রস্তুতির যাবতীয় গাইডলাইন নিয়ে লেখা ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। অন্যটি বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে লেখা ‘লেসন ফ্রম বুকস’। বইটি প্রকাশ করছে বাংলার প্রকাশন।
‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা এবং ‘লেসন ফ্রম বুকস’ বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা রাখা হচ্ছে।
আরো পড়ুন:
বুক মার্কেটিং লেখক-প্রকাশক উভয়েরই দায়িত্ব: জসিম উদ্দিন
বইমেলায় এস এম জাহিদ হাসানের ‘চলতি পথের বাঁকে’
ক্যাম্পাস টু ক্যারিয়ার বই সম্পর্কে লেখক বলেন, ‘‘জীবনে বড় হওয়ার জন্য একজন মেন্টরের দরকার হয়। যার পরামর্শ দেওয়ার মতো কেউ নেই; বইটি তার জন্য মেন্টরের ভূমিকা পালন করবে। তিনি আকাশ ছোঁয়ার দুরন্ত স্বপ্ন দেখবেন।’’
লেসন ফ্রম বুকস বই সম্পর্কে তিনি বলেন, ‘‘বিশ্বের সাড়া জাগানো বইগুলোর লাইফ লেসন নিয়ে মূলত বইটি লেখা হয়েছে। যে জীবনের পাঠ সুন্দর অভ্যাস, টাকা অর্জন-বিনিয়োগ, খ্যাতি, সম্মান ও সফল জীবন গঠনের সহায়ক হবে। ব্যস্ত জীবনে অনেকেরই এতো বইপড়ার সুযোগ হয় না। তারা সহজেই বইটি থেকে লাইফ লেসন শিখে জীবনে সফল হতে পারবেন।’’
ইতোপূর্বে তিনি ভাইভা বোর্ডের মুখোমুখি বইটি লিখে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নিয়মিত দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে কলাম এবং ফিচার লেখেন। তরুণদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ ও অনুপ্রেরণা দেন।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরের প্রথম দিনে সকাল সাড়ে ৮টার দিকে বর্ষবরণের অনুষ্ঠান শেষের আগমুহূর্তে শিল্পী ও দর্শনার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়।
নীরবতা পালনের আগে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবতার বিপর্যয় এবং গণহত্যায়, বিশেষ করে শিশু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনবাসী আপন ভূমি রক্ষায় যে সংগ্রাম করছেন, তার প্রতি আমরা সংহতি জানাই। ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের স্মরণে সবাইকে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি।
এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয় আজকের অনুষ্ঠান।
বাংলা বর্ষবরণের এ আয়োজন সরাসরি সম্প্রচার করে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও এই অনুষ্ঠান প্রচার করা হয়।
দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনা বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করছে। এবার ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে গত তিন মাস ধরে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে চলে গানের মহড়া।
ঢাকা/সুকান্ত/রফিক