বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম-এর পক্ষ থেকে দেশের ঘরোয়া ফুটবলের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দেশীয় সংগঠক, কোচ, খেলোয়াড়, সমর্থকদেরকে সম্মান জানানো হয়েছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিট’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, অভিনেত্রী ও উদ্যোক্তা শাহনাজ মজিদ সন্ধ্যা, ক্রীড়া সংগঠক ও দিপালী সংঘ এর সাধারণ সম্পাদক শফিকুল আজম ভূঁইয়া শোয়েব। 

বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম-এর সভাপতি কনক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো.

শাহাদাত হোসেন। 

বিএফএসএফ বিপিএল ফুটবল অ্যাওয়ার্ড ২০২২-২৩ উপলক্ষে সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফারকে আজীবন সম্মাননা, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংস-এর সভাপতি ইমরুল হাসানকে সফল ক্রীড়া সংগঠক, হাবিবুর রহমান হাবিবকে সেরা সমর্থক (মরণোত্তর), আনিসুর রহমানকে সেরা রেফারি,  নুরুজ্জামানকে সেরা সহকারী রেফারির পুরস্কার দেওয়া হয়। 

আলফাজ আহমেদকে সেরা হেড কোচ, জাহান-ই-আলম নূরীকে সেরা সহকারী কোচ, আনিসুর রহমান জিকোকে সেরা গোলরক্ষক গোলরক্ষকের পুরস্কার দেওয়া হয়। সেরা ডিফেন্ডার হন মেহেদী হাসান, সেরা মিডফিল্ডার হৃদয়, সেরা স্ট্রাইকার শেখ মোরসালিন। সেরা খেলোয়াড় হন রাকিব। সর্বোচ্চ গোলদাতা এলিটা কিংসলে ও সেরা উদীয়মান খেলোয়াড় হন শাহরিয়ার ইমন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ল দ শ ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

ধর্ষণচেষ্টা: চলন্ত অটোরিকশা থেকে কিশোরীর লাফ

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। নিজেকে বাঁচাতে ওই কিশোরী অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলার দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও কিশোরীর পরিবার বলেছে, বৃহস্পতিবার বিকেলে দিরাই বাজারে কেনাকাটা করতে যায় ওই কিশোরী (১৪)। কেনাকাটা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোরিকশায় উঠে। এ সময় অটোরিকশাটিতে আরো দুই যুবক উঠে। কিন্তু, অটোরিকশাটি ভুক্তভোগীর বাড়ির দিকে না গিয়ে দিরাই-মদনপুর সড়কের দিকে যায়। ভুল পথ দেখে কিশোরী অটোরিকশা থামাতে বলে। কিন্তু, চালক না থামিয়ে চলতে থাকেন। একপর্যায়ে দুই যুবক কিশোরীর হাত-মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী অটোরিকশা থেকে লাফ দেয়। এতে তার এক চোখের অংশ, মুখ ও হাত থেঁতলে গেছে।

আরো পড়ুন:

চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ২

হবিগঞ্জে আছিয়ার গায়েবানা জানাজা ও কফিন মিছিল

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করা হয়েছে। কী ঘটেছে সেটা জানার চেষ্টা করছি।’’

ঢাকা/মনোয়ার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ