ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা উত্তর মাওলানা দেলোয়ার হোসেন সাকী বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্ত করেছি। পরবর্তীতে আমরা কি দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুটি ভাগ হয়ে গেছে।  

ফ্যাসিবাদে জায়গাগুলো অন্য একটি দল দখল করে নিয়েছে। তাই আর কোন ফ্যাসিবাদ বাংলার জনগণ দেখতে চায় না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা মার্কা নিয়ে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে।

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১২ ফেব্রুয়ারি বিকালে নয়াপুর সম্মেলন মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিক আক্তার হোসেনের সভাপতিত্বে মাওলানা ফজলুল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহা জাহাঙ্গীর কবির। 

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আমানুল্লাহ ও এসিস্টেন্ট জয়েন্ট সেক্রেটারি ফারুক আহাম্মাদ মুন্সী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার ক্যাশিয়ার হাজী গোলাম মোস্তফা,হাজী নুরুল আমিন খান,হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইসল ম

এছাড়াও পড়ুন:

অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি

সারা দেশে অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে—এ কথা বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। তিনি বলেছেন, মাগুরার সেই শিশুর মৃত্যু লজ্জিত ও অপরাধী করে দেয়। রক্তাক্ত অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা, এমন মৃত্যু কীভাবে ঘটে চলেছে?

আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টন মোড়ে ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন এ কথা বলেন। ‘খুন, ধর্ষণ, নিপীড়ন: রুখে দাঁড়াও জনগণ’ শিরোনামে এই সমাবেশের আয়োজন করে সিপিবির ঢাকা মহানগর উত্তর কমিটি।

রুহিন হোসেন বলেন, শুধু নতুন রাজনৈতিক দলকে উৎসাহ দিলেই গণতান্ত্রিক পরিবর্তন ঘটে না। মব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রহস্যময় নির্লিপ্ততা, উদ্যোগ গ্রহণে দীর্ঘসূত্রতা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।

অবিলম্বে ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান রুহিন হোসেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে, জনগণের ম্যান্ডেটে সরকার গঠন না হলে দেশে স্থিতিশীলতা আসবে না, অব্যাহত নারী নির্যাতন বন্ধ হবে না এবং গণমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক। তিনি বলেন, মাগুরার সেই শিশুর মৃত্যুতে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। সরকার খুন, ধর্ষণ কিংবা মব নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের নাকের ডগায় মব সন্ত্রাস চলছে।

ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টন মোড়ে

সম্পর্কিত নিবন্ধ

  • ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, মামলা প্রত্যাহারের দাবিতে কাফনমিছিল
  • ডিম কিনতে গিয়ে শ্লীলতাহানির শিকার ১০ বছরের শিশু
  • সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি
  • অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি
  • ‘এলজিইডির’ নির্বাহী প্রকৌশলীর কাছে পাওয়া গেল ৩৭ লাখ টাকা 
  • ৮ নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা 
  • নারায়ণগঞ্জে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ২
  • ধর্ষণ মামলার আসামি জামিন পেয়ে বাদীকে ব্ল্যাকমেইল, বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও
  • শিশু সন্তানকে জিম্মি করে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
  • জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে মানববন্ধন