ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে শর্টগানের ৬৭টি কার্তুজসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শহরের কাউতলী এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের আদালতের মাধ্যম জেলা কারাগার পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, শাখাওয়াত হোসেন (২৯) ও সোহরাব হাসান (৩০)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল আহমদ বাদী হয় সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে  মামলা করেছেন।

আরো পড়ুন:

সাবেক পৌর মেয়রের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮

পুলিশ জানায়, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের দল জেলাশহরের কাউতলী এলাকার কাজী মো.

তাহসিনের বাসভবনের চতুর্থ তলায় অভিযান চালায়। চতুর্থ তলায় ডিবি পুলিশের কনস্টেবল সাখাওয়াত হোসেন ও সোহরাব হাসান ভাড়া থাকেন। সেখানে তল্লাশি চালিয়ে শর্টগানের ৬৭টি কার্তুজ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জব্দকৃত মালামাল নিজেদের হেফাজতে রাখার বিষয় ব্যাখ্যা ও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।

বুধবার বিকেলে তাদের আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশ বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে। এ ব্যাপারে ডিবির ওসি শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আপনারা পরে সব জানতে পারবেন।

কার্তুজ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন। তিনি জানান, নিয়ম অনুসারে দুই কনস্টেবল চাকরিচ্যুত হবেন এবং ঘটনার তদন্ত হবে। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
 

ঢাকা/রুবেল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার তুলরামপুর গ্রামের সেন্টু হাওলাদার (২৫) ও চালিতাতলা গ্রামের সাব্বির আহমেদ (১৯)।

আরো পড়ুন:

ফরিদপুরে অটোবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ২

ধামরাইয়ের সড়কে ঝরল প্রাণ

প্রত্যক্ষদর্শী জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সেন্টু হাওলাদার। অপর মোটরসাইকেলে থাকা সাব্বিরকে আহতাবস্থায় উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ