শৈশবে একখানা দারুণ বই যেন আনন্দময় এক জগতের দুয়ার। সেই জগতের ছাপ পড়ে শিশুর মননে ও সৃজনশীলতায়। শিশুর বিকাশে দারুণ ইতিবাচক ভূমিকা রাখে বই। তবে বাস্তবতা হলো, মুঠোফোন-ইউটিউবের এই যুগে অনেক শিশুকেই বইয়ে আগ্রহী করে তুলতে হিমশিম খাচ্ছেন অভিভাবকেরা। কীভাবে বইয়ের প্রতি শিশুকে আগ্রহী করে তোলা যায়, সে প্রশ্নেরই উত্তর খুঁজছিলাম।

আগে শোনা, পরে পড়া

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, পড়তে শেখার আগেই শিশুকে বই পড়ে শোনানো প্রয়োজন। শিশুতোষ গল্পের বিভিন্ন চরিত্রের সংলাপগুলো বিভিন্ন স্বরে পড়ে শোনানো যেতে পারে। চরিত্রগুলোর বিষয়ে তাকে বলুন। প্রাণীর উল্লেখ থাকলে সেগুলোর ডাক কিংবা ভঙ্গি অনুকরণ করতে পারেন মজা করে। আপনার পড়ার কারণেই শিশুর কাছে মজাদার ও আকর্ষণীয় একটা জিনিস হয়ে উঠবে বই। শিশুকে বই পড়ে তো শোনাবেনই, নিজেও পড়বেন। শিশুরা ভীষণ অনুকরণপ্রিয়। আপনাকে বই নিয়ে বসতে দেখলে সেও একই কাজ করতে চাইবে। সে যখন পড়তে শিখবে, তখন তাকেও বলুন আপনাকে বই পড়ে শোনাতে। তাকে পড়ে শোনানোর কাজটাও আপনি চালিয়ে যান। শিশু একটু বড় হওয়ার পর তাদের আগ্রহের বিষয়ের বই খুঁজে দেওয়ার প্রতিও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

শিশুকে নানা ধরনের বই দিতে চেষ্টা করুন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এবারের আইপিএলে কোন দলে কে অধিনায়ক

কারও অধিনায়ক হওয়া অনুমিত ছিল। আবার কেউ দিয়েছেন চমক। সর্বশেষ দল হিসেবে কাল দিল্লি ক্যাপিটালস অধিনায়কের নাম ঘোষণা করেছে। দিল্লিকে এবার নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। এটা চমকই বটে। কারণ, একই দলে লোকেশ রাহুলের মতো ক্রিকেটার ছিলেন। শোনা গেছে, রাহুল নাকি নেতৃত্ব নিতে চাননি। কারণটা যা–ই হোক, এমন চমক আছে আরও। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছেন কারা—রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

সম্পর্কিত নিবন্ধ