রূপগঞ্জে দিপু ভুঁইয়ার সাথে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়
Published: 12th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে শুভেচ্ছা জানাতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা দিপু ভুঁইয়ার সাথে মুঠোফোনে সেলফি তুলে আনন্দ উল্লাস করেন।
আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা রিয়াজুল ইসলাম খোকন বলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে দিপু ভুঁইয়াকে রাখায় দলের অনেক নবীন ও প্রবীন নেতারা খুশী। আগামীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো অনেকটা শক্তিশালী হবে। এ ধরণের কর্মীবান্দব নেতা অনেক আগেই জেলার দায়িত্বে আসা উচিত ছিল।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম ফারুক খোকন বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে উজ্জীবিত করতে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু কাজ করছেন। জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিপু ভুঁইয়াকে জেলা কমিটিতে পেয়ে খুবই খুশী।
বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ দিপু ভুঁইয়ার বাসভবনে এসে ফুল দিয়ে হাজার হাজার নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জেলায় পরিণত করা হবে। এ জন্য জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের কমিটি নতুন ভাবে সাজানো হবে।
তবে সকল অঙ্গসংগঠনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। এ জন্য জেলার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতাও চেয়েছেন এই নেতা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল র ন ত কর ম র ব এনপ
এছাড়াও পড়ুন:
আছিয়ার হত্যাকারীদের শাস্তির দাবিতে না.গঞ্জে কাফন মিছিল
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ছাত্র ফেডারেশনের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আজ দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত্যুর পর আমরা দেখলাম, ৭ দিনের মধ্যে বিচার শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে আমরা এটাকে উপহাস হিসেবেই দেখছি, কারণ বহু ধর্ষণ মামলার বিচার আজও ঝুলে আছে।”
তিনি আরও বলেন, “ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধর্ষকদের ছাড় দেওয়া চলবে না।”
মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বিবি রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুমনা আক্তার, আবৃতি শিল্পী সৌরি ছোঁয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহসাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী অপূর্ব রায়, আবিদ রহমান, শেখ সাদী, রাইসা ইসলাম প্রমুখ।
ঢাকা/অনিক/এস