রূপগঞ্জে দিপু ভুঁইয়ার সাথে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়
Published: 12th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে শুভেচ্ছা জানাতে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা দিপু ভুঁইয়ার সাথে মুঠোফোনে সেলফি তুলে আনন্দ উল্লাস করেন।
আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা রিয়াজুল ইসলাম খোকন বলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে দিপু ভুঁইয়াকে রাখায় দলের অনেক নবীন ও প্রবীন নেতারা খুশী। আগামীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো অনেকটা শক্তিশালী হবে। এ ধরণের কর্মীবান্দব নেতা অনেক আগেই জেলার দায়িত্বে আসা উচিত ছিল।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলাম ফারুক খোকন বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে উজ্জীবিত করতে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু কাজ করছেন। জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিপু ভুঁইয়াকে জেলা কমিটিতে পেয়ে খুবই খুশী।
বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রূপগঞ্জের গোলাকান্দাইলস্থ দিপু ভুঁইয়ার বাসভবনে এসে ফুল দিয়ে হাজার হাজার নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী জেলায় পরিণত করা হবে। এ জন্য জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের কমিটি নতুন ভাবে সাজানো হবে।
তবে সকল অঙ্গসংগঠনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। এ জন্য জেলার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতাও চেয়েছেন এই নেতা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল র ন ত কর ম র ব এনপ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৬ এপ্রিল সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি সিরাজুল। ওই দিন সন্ধ্যায় তাঁর ছেলে শামীম রেজা সোনারগাঁ থানায় একটি ডায়েরি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে স্থানীয় বাসিন্দারা কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখানদীর পাশের বালুর মাঠে ঝোপের ভেতর একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পরিবারের সহায়তায় মরদেহটি সিরাজুল ইসলামের বলে শনাক্ত করে। বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে—এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছি।’