রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ (২২) ও নিলয় (২৩) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিফাত নামের আরো একজন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মৈশালা-লাঙ্গলবাদ সড়কের রুপিয়াট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার সরিষা ইউনিয়নের জাগির বাগলী গ্রামের শরিফুল ইসলামের ছেলে। নিলয় খান্দুয়া গ্রামের মিলনের ছেলে।

স্থানীয়দের বরাতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

সালাউদ্দিন বলেন, ‘‘বিকেলে তিন বন্ধু মোটরসাইকেল নি‌য়ে ঘুরতে বের হয়েছিলেন। রুপিয়াট এলাকায় পৌঁছা‌লে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’’

ঢাকা/রবিউল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এবারের আইপিএলে কোন দলে কে অধিনায়ক

কারও অধিনায়ক হওয়া অনুমিত ছিল। আবার কেউ দিয়েছেন চমক। সর্বশেষ দল হিসেবে কাল দিল্লি ক্যাপিটালস অধিনায়কের নাম ঘোষণা করেছে। দিল্লিকে এবার নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। এটা চমকই বটে। কারণ, একই দলে লোকেশ রাহুলের মতো ক্রিকেটার ছিলেন। শোনা গেছে, রাহুল নাকি নেতৃত্ব নিতে চাননি। কারণটা যা–ই হোক, এমন চমক আছে আরও। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছেন কারা—রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

সম্পর্কিত নিবন্ধ