‘দেশের মানুষের জন্য কথা বলে আমি ভুল করেছি? আমার আজ দাঁড়ানোর ঘর নেই কেন? আমি তো নতুন বাংলাদেশ গড়তে জুলাই আগস্টে কথা বলেছি। সেদিন আমি তো বাংলাদেশের পক্ষে কথা বলেছি। বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি। আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি। কিন্তু হাসিনা তো এসে আমার ঘরে আগুন লাগায় নাই। আগুন তো লাগাইছে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ। ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা-মা, ভাই, আমার চার ভাতিজি সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি তাদের বিচার চাই।’ 

আজ বুধবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের নিজের পোড়াবাড়ির ধ্বংসস্তূপের ওপর বসে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নুরুজ্জামান কাফি।

নুরুজ্জামান কাফি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি। মানুষের জন্য কথা বলেছি। শেখ হাসিনা বলেছে ধানমন্ডি যারা পুড়িয়েছে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে। ঠিক ধানমন্ডি ভাঙার প্রতিশোধ প্রথম নেওয়া হয়েছে আমা বাড়িঘরের ওপর। আমার বাবা ও ভাই আমার জন্য দু’বার কেঁদেছেন। জুলাই আন্দোলনকালে যখন পালিয়েছিলাম তখন একবার এবং দ্বিতীয়বার কাঁদলেন আজ পোড়া ধ্বংসস্তূপ দেখে। বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কাফি।

তিনি আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই। আগামী সাত দিনের মধ্যে পুড়িয়ে দেওয়া ঘর নির্মাণ ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে আমি বিপ্লবী সরকারের ডাক দিমু এবং একাই রাজপথে দাঁড়ামু। আমি এখানে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে।’  
  
গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির কলপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বসতঘরটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ঘরের বাইরে থেকে দরজা আটকে আগুন লাড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন কাফির বাবা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তিনি ঘরের একটা দরজা ভেঙে সবাইকে নিয়ে কোনো মতে বের হয়ে প্রাণে বেঁচে যান।

ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে টিনশেড ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এটি নাশকতা বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনার সময় কাফি বাড়িতে ছিলেন না, ঢাকায় অবস্থান করছিলেন তিনি। ঘটনার পর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নুরুজ্জামান কাফির বাবা হাবিবুর রহমান বলেন, ‘রাত আনুমানিক আড়ইটার দিকে হঠাৎ সজাগ হয়ে দেখি ঘরের চালে ওপর আগুন। বাইরে থেকে আটকানো থাকায় দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। তখন আমরা দিশেহারা হয়ে কোনো রকম একটা দরজা ভেঙে আমরা ঘর থেকে হয়ে  প্রাণে বেঁচে গেলাম। ফায়ার সার্ভিস খবর পেয়ে আসার আগেই ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। নগদ এক লাখ ৩০ হাজার টাকা ও জরুরী কাগজপত্রসহ ঘরের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়’।

প্রতিবেশি হৃদয় খান বলেন, ‘কাফি’র ঘরের সামনের ও পিছনের দরজা বাইরে থেকে আটকিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভিতরে তাঁর (কাফি) বাবা-মা, ভাই-ভাবী ও তাদের সন্তানরা ছিলেন। তারা দরজা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান।’

কাফি’র মামাতো ভাই মোহাম্মদ তোহা বলেন, ‘আমরা তো দেহি নাই কে বা কারা আগুন দিছে। নৃশংসতা দেখে মনে হচ্ছে এ আগুন পরিকল্পিতভাবে লাগানো হইছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি’।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

রবিউল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। উপজেলা পরিষদ থেকে ওই পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বলা যাবে না এটি নাশকতা নাকি অন্য কোনো ঘটনা। তবে, কাফির বাবা আমাকে বলেছেন যখন উনি আগুন দেখে বের হওয়ার চেষ্টা করছিলেন তখন বাইরে থেকে আটকানো ছিল। এখানে অনেক সংশয় রয়েছে। মামলা হচ্ছে, তদন্ত শেষে পুরোটা বোঝা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) বিমল কৃষ্ণ মল্লিক জানান, কাফি’র পরিবারকে বলা হয়েছে মামলা করার জন্য। তারা এখন পর্যন্ত মামলা করেননি। তবে পুলিশ এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের রিপোর্টও এখন পর্যন্ত পাওয়া যায়নি। তারাও কাজ করছে আগুনের কারণ চিহ্নিতকরণের জন্য।

উৎস: Samakal

কীওয়ার্ড: কল প ড় উপজ ল ঘটন র

এছাড়াও পড়ুন:

ইউআইইউ পরিদর্শনে বিশ্বব্যাংক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উদ্ভাবনী কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের (এসএআর) আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মি. মার্টিন রাইসার নেতৃত্বে এ পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মিসেস গেইল মার্টিন, প্রোসপারিটি প্র্যাকটিস গ্রুপের আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ. ভার্গিস, এসএআর এর অর্থ, প্রতিযোগিতা ও বিনিয়োগ (এফসিআই) গ্যাবি জর্জ আফরাম, প্রোসপারিটির কান্ট্রি লিড ইকোনমিস্ট ও প্রোগ্রাম লিডার সোলেমান কুলিবালি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট মো. ফারুক হোসেন, এফসিআই ও এসএআর এর সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, আর্থিক সেক্টর স্পেশালিস্ট সোফি ডং, এসএআরভিপি অফিসের প্রফেশনাল অ্যাসোসিয়েট মিসেস জর্জ লুইস ম্যাকনালি, বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ. মাহবুব প্রমুখ।

সংক্ষিপ্ত সফরে প্রতিনিধিরা বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তার অবস্থা, গবেষণা থেকে বাণিজ্যিকীকরণ প্রচেষ্টার সম্ভাবনা নিয়ে আলোচনায় যোগ দেন। এছাড়া তরুণ স্টার্ট-আপগুলোর জন্য একটি উদ্ভাবনী দল লঞ্চপ্যাড বাই UIHP@UIU এর নির্বাচিত শিক্ষার্থীদের একটি দল এবং পরামর্শদাতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ এর ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের (আইআরআইআইসি) পরিচালক অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল-মামুন। প্রতিনিধিদের অভ্যর্থনা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) তাদের ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) অধীনে ইনোভেশন হাব পরিচালনা করে, যা নতুন ধারণা এবং নতুন স্টার্ট-আপ উদ্যোগে শিল্প-শিক্ষা সহযোগিতাকে সহজতর করে। ইউআইইউ ইনোভেশন হাব আইআরআইআইসি নামে পরিচিত একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যেখানে গবেষণা প্রকৌশলীরা নিউরোমার্কেটিং, বাংলা মেডিকেল জিপিটি, এন্ডোমেট্রিওসিস স্ক্রিনিংয়ের জন্য অ্যাপস, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, আলঝেইমার স্ক্রিনিং ইত্যাদি প্রকল্প নিয়ে কাজ করছেন।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ