বন্দরে সোনামনি কিন্ডার গার্টেন স্কুলে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল শ্রেণী কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোজিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত মঙ্গলবার রাতে যে কোন সময় বন্দর থানার উত্তর কলাবাগস্থ উল্লেখিত স্কুলে এ চুরি ঘটনাটি ঘটে।

জানা গেছে,  প্রতিদিনের ন্যায়  গত সোমবার বিদ্যালয় ছুটি শেষে শ্রেণী কক্ষের তালা দিয়ে  প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোজিনা আক্তার বাসা যায়।

পরে বুধবার সকাল  সাড়ে ৭টায় স্কুল খোলার সময় দেখতে পায় অজ্ঞাত চোরের দল প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর কক্ষের তালা ভেঙ্গে ২টি সিলিং ফ্যান নিয়ে গেছে।  

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

‘নগদ’ প্রশাসকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

শেল কোম্পানির আড়ালে গড়ে তোলা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ‘নগদ’ এর প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত।বুধবার বিকেলে বনানীর ১২ নম্বর রোডে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এদিন সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের কাছে নগদে ঘটে যাওয়া অনিয়ম-দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরেন তিনি। এতে ক্ষুব্ধ কোনো পক্ষ এ হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেল কোম্পানির আড়ালে ২০১৮ সালে অস্বচ্ছ প্রক্রিয়ায় যাত্রা শুরু করে নগদ। এটিকে ডাক বিভাগের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রচার করা হলেও পরে জানা যায় প্রতিষ্ঠানটির প্রকৃত মালিক আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি। প্রতিষ্ঠানটি অন্তত ৬৪৫ কোটি টাকার জাল ই-মানি তৈরি করে। এ ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও সাবেক এমডি তানভীর এ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়াই কেবল অনাপত্তির ভিত্তিতে নগদ পরিচালিত হচ্ছিল। গত ৫ আগস্ট সরকার পতনের পর নগদের মালিকানা ও পরিচালনায় যুক্ত বেশির ভাগই পালিয়েছেন। গত ২১ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গত সেপ্টেম্বরে অর্থনীতিবিদ ড. কেএএস মুর্শিদের নেতৃত্বে ৫ সদস্যের একটি ব্যবস্থাপনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে।

বদিউজ্জামান দিদার সমকালকে বলেন, নগদে অনিয়মের বিষয়ে বুধবার দুদক কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়। এতে কোনো পক্ষ ক্ষুব্ধ হয়ে এ হামলা করতে পারে। তিনি জানান, বনানী ১২ নম্বর রোডে পৌঁছাতেই চার যুবক তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা করে। কিছুদিন আগেও কয়েকজন একইভাবে হামলা করেছে। নগদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বনানী থানাকে জানানো হবে।

নগদের বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে নাম রয়েছে– যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে নিবন্ধিত কোম্পানি ব্লু হেভেন ভেঞ্চারস, অসিরিস ক্যাপিটাল পার্টনারস, জেন ফিনটেক, ফিনক্লুশন ভেঞ্জারস এবং ট্রুপে টেকনোলজিস। এসব বাংলাদেশিদের শেল কোম্পানি (নামমাত্র কোম্পানি) বলে জানতে পেরেছে কেন্দ্রীয় ব্যাংক। মালিকানা বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে গত ১৯ আগস্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে চিঠি দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ