১৪ বছর বয়সে ২৬ বছরের নারীকে প্রেমপত্র, পত্রের জবাব বাবার হাতে
Published: 12th, February 2025 GMT
সত্তর দশকের শেষের দিকের কথা। সেই সময়ে পত্রিকায় কলমবন্ধুর একটি বিজ্ঞাপন চোখে পড়ে ১৪ বছরের কিশোরের। সেখানে লেখা, ‘বন্ধু হতে চাইলে চিঠি দিও।’ সেটা দেখে চিঠিতে সরাসরি ভালো লাগার কথা লেখেন এই কিশোর। কিন্তু তখনো তিনি জানতেন না, যাঁকে চিঠি লিখছেন, তিনি এই কিশোরের থেকে ১২ বছরের বড়। সেই চিঠি চলে যায় সেই ২৬ বছরের তরুণীর কাছে। চিঠিতে প্রেমের প্রস্তাবে বেশ রেগে চিঠির উত্তর দিয়েছিলেন। ঘটনা এখানেই শেষ নয়, সেই চিঠির উত্তর ১৪ বছরের কিশোরের বাবা হাতে চলে যায়, এ ঘটনা ঘটেছিল অভিনেতা ফারুক আহমেদের জীবনে।
অভিনেতা ফারুক আহমেদের বই। ছবি: ফেসবুক থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বছর র
এছাড়াও পড়ুন:
চোরাই পথে কয়লা আনতে গিয়ে তাহিরপুর সীমান্তের ওপারে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথরের গর্তে পড়ে মো. রজব আলী (৫০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার লাকমা সীমান্তের ওপারে তিনি মারা যান বলে স্বজনেরা নিশ্চিত করেছেন। নিহত রজব আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিমপাড়ার বাসিন্দা।
নিহত রজব আলীর জামাতা ফারুক মিয়া জানান, তাঁর শ্বশুর অনেক দিন ধরে লাকমা সীমান্তের ওপারে গিয়ে খাসিয়া বস্তিতে কাজ করতেন। আজ দুপুরে কাজ করার একপর্যায়ে পাথরের গর্তে পড়ে যান। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সেখানে থাকা অন্য লোকজন বাড়িতে খরব দিলে বিকেলে এপার থেকে লোকজন গিয়ে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় টেকেরঘাট পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক কার্তিক দাস বলেন, রজব আলী অবৈধভাবে ভারত থেকে কয়লা আনতে গিয়ে মাথায় পাথরের আঘাত পেয়ে মারা গেছেন বলে শুনেছেন। সন্ধ্যায় নিহত রজব আলীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, লোকটি (রজব আলী) অবৈধভাবে ভারতের ভেতরে গিয়ে কাজ করতেন। লোকটি বয়স্ক। আজ সেখানে অসুস্থ হওয়ার পর মারা গেছেন। আমরা তাঁর ব্যাপারে খোঁজ নিচ্ছি।’