বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখায় রাকিব আহমেদকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামি ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মুখ্য সংগঠক মো.

শাহেদ হোসেন, মুখপাত্র মো. মাইনুল ইসলাম, সহ-মুখপাত্র মো.জাহিদুল ইসলাম ও শারমিলা জামান সেঁজুতি দায়িত্ব পালন করবেন। এছাড়া এ কমিটিতে ১৫ জনকে যুগ্ম-আহ্বায়ক, ১৪ জনকে যুগ্ম-সদস্য সচিব, আটজনকে সংগঠক ও ৩২ জনকে সদস্য করা হয়েছে।

আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, “আমাদের প্রথম কাজ হবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়া। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। এছাড়া বিগত দিনে যারা লেজুড়বৃত্তিক ও নোংরা রাজনীতি করত, সেই অপসংস্কৃতি দূর করতে হবে।”

তিনি বলেন, “যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আন্দোলনে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে, তাদের উপযুক্ত বিচার ও শাস্তি যাতে হয় সেজন্য আমরা কাজ করে যাব।”

ঢাকা/সাইফুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০ ও ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার একটি কনভেনশন সেন্টারে ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

সভায় ২০২২ ও ২০২৩ সমাপনী বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত আলোচ্য সূচিসমূহ অনুমোদিত হয়।

এসময় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ ভার্চুয়ালের পরিবর্তে ফিজিক্যালি সভা আয়োজন করায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শেয়ারহোল্ডারগণ প্রত্যাশা ব্যক্ত করেন যে, অচিরেই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে ও পরবর্তী বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে সক্ষম হবে।

এছাড়া সভায় কোম্পানি আইন ১৯৯৪-এর ২০২০ সালের সংশোধনী অনুযায়ী ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুসারে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর পরিবর্তে ন্যাশনাল ব্যাংক পিএলসি নামকরণ করা হবে।

সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা কার্যকর করা হবে।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ