অভিষেক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলা ম্যাথিউ ব্রিটজকে এদিনও ভালো খেলেছেন। রান পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সঙ্গে ঝড় দেখিয়েছেন ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা হেনরিখ ক্লাসেন। 

পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে তারা তিনজনই ৮০’র ওপরে রান করেছেন। তাদের ব্যাটে ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

টস জিতে ব্যাট করতে নেমে বাভুমা ও ডি জর্জি ৮ ওভারে ৫১ রান যোগ করেন। জর্জি ২২ রান করে ফিরে যান। পরে বাভুমা ও ব্রিটজকে ১১৯ রানের জুটি গড়েন। বাভুমা ৯৬ বলে ৮২ রান করেন। ১৩টি চার মারেন তিনি। 
ক্লাসেনের সঙ্গে ব্রিটজকের জুটি হয় ৬৮ রানের। ব্রিটজকে করেন ৮৪ বলে ৮৪ রান। তার ব্যাট থেকে ১০টি চার ও একটি ছক্কা আসে। 

ক্লাসেন ৫৬ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১১টি চারের সঙ্গে তিনটি ছক্কার শট আসে। এছাড়া কাইল ভারায়েনে ৩২ বলে ৪৪ রান করেন। করবিন বোচ ৯ বলে ১৫ রানের ইনিংস খেলেন। 

পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ১০ ওভারে ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন। নাসিম শাহ ১০ ওভারে ৬৮ রান দিয়ে ১টি ও খুলদীল শাহ ৭ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র টজক র ন কর

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি সম্পাদিত 
জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। 

সম্পর্কিত নিবন্ধ