ইনজুরি থেকে ফিরেই ক্লাসেন ঝড়, বিশাল লক্ষ্য পেল পাকিস্তান
Published: 12th, February 2025 GMT
অভিষেক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলা ম্যাথিউ ব্রিটজকে এদিনও ভালো খেলেছেন। রান পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সঙ্গে ঝড় দেখিয়েছেন ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা হেনরিখ ক্লাসেন।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে তারা তিনজনই ৮০’র ওপরে রান করেছেন। তাদের ব্যাটে ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাট করতে নেমে বাভুমা ও ডি জর্জি ৮ ওভারে ৫১ রান যোগ করেন। জর্জি ২২ রান করে ফিরে যান। পরে বাভুমা ও ব্রিটজকে ১১৯ রানের জুটি গড়েন। বাভুমা ৯৬ বলে ৮২ রান করেন। ১৩টি চার মারেন তিনি।
ক্লাসেনের সঙ্গে ব্রিটজকের জুটি হয় ৬৮ রানের। ব্রিটজকে করেন ৮৪ বলে ৮৪ রান। তার ব্যাট থেকে ১০টি চার ও একটি ছক্কা আসে।
ক্লাসেন ৫৬ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১১টি চারের সঙ্গে তিনটি ছক্কার শট আসে। এছাড়া কাইল ভারায়েনে ৩২ বলে ৪৪ রান করেন। করবিন বোচ ৯ বলে ১৫ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ১০ ওভারে ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন। নাসিম শাহ ১০ ওভারে ৬৮ রান দিয়ে ১টি ও খুলদীল শাহ ৭ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কীর্তনখোলায় তেলবাহী জাহাজের ট্যাংকার বিস্ফোরণ, দগ্ধ ৪
বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংকার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় যমুনা অয়েলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে তাৎক্ষণিক তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- রুবেল, সম্পা ও মান্নান। এর মধ্যে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ট্রলারে থাকা আমজাদ হোসেন নামের এক শ্রমিক বলেন, ‘‘নোয়াখালীর হাতিয়া থেকে তেল নেওয়ার জন্য বরিশাল এসেছিলাম। বিকেলে ত্রিশ গোডাউন এলাকায় যমুনা অয়েলের ডিপোতে ডিজেল, পেট্রোল ও অকটেন নেওয়ার জন্য জাহাজ নোঙর করা হয়। সন্ধ্যার দিকে হঠাৎ ট্যাংকার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় জাহাজে থাকা বাকিরা সাঁতরে তীরে উঠলেও দগ্ধ হন ৪ জন।’’
বরিশাল সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসর সুমন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’’
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা জানান, অগ্নিদগ্ধদের চিকিৎসা চলছে। তবে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা/পলাশ/রাজীব