ইনজুরি থেকে ফিরেই ক্লাসেন ঝড়, বিশাল লক্ষ্য পেল পাকিস্তান
Published: 12th, February 2025 GMT
অভিষেক ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলা ম্যাথিউ ব্রিটজকে এদিনও ভালো খেলেছেন। রান পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সঙ্গে ঝড় দেখিয়েছেন ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা হেনরিখ ক্লাসেন।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে তারা তিনজনই ৮০’র ওপরে রান করেছেন। তাদের ব্যাটে ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ৩৫৩ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাট করতে নেমে বাভুমা ও ডি জর্জি ৮ ওভারে ৫১ রান যোগ করেন। জর্জি ২২ রান করে ফিরে যান। পরে বাভুমা ও ব্রিটজকে ১১৯ রানের জুটি গড়েন। বাভুমা ৯৬ বলে ৮২ রান করেন। ১৩টি চার মারেন তিনি।
ক্লাসেনের সঙ্গে ব্রিটজকের জুটি হয় ৬৮ রানের। ব্রিটজকে করেন ৮৪ বলে ৮৪ রান। তার ব্যাট থেকে ১০টি চার ও একটি ছক্কা আসে।
ক্লাসেন ৫৬ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১১টি চারের সঙ্গে তিনটি ছক্কার শট আসে। এছাড়া কাইল ভারায়েনে ৩২ বলে ৪৪ রান করেন। করবিন বোচ ৯ বলে ১৫ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ১০ ওভারে ৬৬ রান দিয়ে ২ উইকেট নেন। নাসিম শাহ ১০ ওভারে ৬৮ রান দিয়ে ১টি ও খুলদীল শাহ ৭ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে ভারত দৃষ্টি রাখছে: জয়সওয়াল
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কে দৃষ্টি রাখছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। খবর দ্য ট্রিবিউনের
১৫ বছর পর আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের 'ফরেন অফিস কনসালটেশন' (এফওসি) বৈঠকের পর এমন প্রতিক্রিয়া জানাল ভারত।
ব্রিফিংয়ে প্রতিবেশী দেশে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সরকারের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক’ গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। আমরা গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে।
সাম্প্রতিক বাণিজ্যিক ইস্যু এবং ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে তিনি বলেন, বাণিজ্য বিষয়ক ইস্যুতে, গত সপ্তাহে, আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি। আমরা এই ব্যবস্থা নিয়েছি আমাদের বন্দর ও বিমানবন্দরের জট দেখে। কিন্তু আপনাদের আমি মনে করিয়ে দিই, আমরা এ ঘোষণা দেওয়ার আগে বাংলাদেশ সাইডে কী কী হয়েছে সেটি দেখবেন।
ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন রণধীর জসওয়াল।
তিনি বলেন, আঞ্চলিক একত্রীকরণ এবং বাণিজ্য বিষয়ক, ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমাদের যে ঘোষণা, এটি কোনোভাবেই নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না। দেখুন আমাদের মাথায় আছে, আঞ্চলিক বাণিজ্যকে বর্ধিত করার প্রয়োজনীয়তা আছে। আর আমি এভাবে বাংলাদেশ-ভারত সম্পর্ককে দেখতে চাই। আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চাওয়া অব্যাহত রেখেছি।
গত ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২০ সাল থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তারা। এ সময় বিমানবন্দর ও স্থল বন্দরে পণ্য জটের কথা উল্লেখ করে তারা।