রামচরণের দাম্পত্য জীবন নিয়ে বাবা চিরঞ্জীবীর মন্তব্য, বিতর্কের ঝড়
Published: 12th, February 2025 GMT
চিরঞ্জীবী আন্না দক্ষিণী ইন্ডাস্ট্রির নতুনদের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণার নাম। পর্দা তিনি যেমন মহাতারকা পর্দার বাইরে ফ্যামিলি ম্যানও। তাঁর পদাঙ্ক অনুসরণ করেই ছেলে রামচরণও বর্তমানে ভারতীয় বিনোদন দুনিয়ার অন্যতম মুখ। কিন্তু সেই দক্ষিণী তারকাদের বাড়িতেই কন্যাসন্তান নিয়ে মন্তব্যের জেরে প্রশ্ন তুলেছে নেটিজেনরা।
সম্প্রতি এক অনুষ্ঠানে চিরঞ্জিবীকে বলতে শোনা যায়, বাড়িতে থাকলে নাতনিদের সঙ্গে খেলতে ইচ্ছে করে না। বরং নিজেকে লেডিস হোস্টেলের ওয়ার্ডেন বলে মনে হয়। আমি সবসময়ে চাই রামচরণের এবার যেন তাঁর একটা ছেলে হয়। আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একজন বংশপ্রদীপ চাই। আমার ভয় হয়, আবার যেন ওর কন্যাসন্তান না হয়।
প্রবীণ তারকার চিরঞ্জীবীর লিঙ্গ বৈষম্যমূলক এমন মন্তব্য ভাইরাল হতেই অনুরাগীদের অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে।
বছর দুয়েক আগেই রামচরণ ও উপাসনা কোনিডেলার সংসার আলো করে জন্ম নিয়েছে কন্যাসন্তান। বিয়ের প্রায় ১১ বছর পর সন্তান লাভ হয় দক্ষিণী তারকার। শখ করে ঠাকুরদা চিরঞ্জীবীই নাতনির নাম রাখেন ‘মেগা প্রিন্সেস’। তবে এবার সেই চিরঞ্জীবীই কিনা লিঙ্গ-বৈষম্যমূলক মন্তব্য করলেন বলে প্রশ্ন তুলে অনেকেই কটাক্ষ শুরু করেছেন তারকাকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র মচরণ
এছাড়াও পড়ুন:
রামচরণের দাম্পত্য জীবন নিয়ে বাবা চিরঞ্জীবীর মন্তব্য, বিতর্কের ঝড়
চিরঞ্জীবী আন্না দক্ষিণী ইন্ডাস্ট্রির নতুনদের কাছে নিঃসন্দেহে অনুপ্রেরণার নাম। পর্দা তিনি যেমন মহাতারকা পর্দার বাইরে ফ্যামিলি ম্যানও। তাঁর পদাঙ্ক অনুসরণ করেই ছেলে রামচরণও বর্তমানে ভারতীয় বিনোদন দুনিয়ার অন্যতম মুখ। কিন্তু সেই দক্ষিণী তারকাদের বাড়িতেই কন্যাসন্তান নিয়ে মন্তব্যের জেরে প্রশ্ন তুলেছে নেটিজেনরা।
সম্প্রতি এক অনুষ্ঠানে চিরঞ্জিবীকে বলতে শোনা যায়, বাড়িতে থাকলে নাতনিদের সঙ্গে খেলতে ইচ্ছে করে না। বরং নিজেকে লেডিস হোস্টেলের ওয়ার্ডেন বলে মনে হয়। আমি সবসময়ে চাই রামচরণের এবার যেন তাঁর একটা ছেলে হয়। আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখার জন্য একজন বংশপ্রদীপ চাই। আমার ভয় হয়, আবার যেন ওর কন্যাসন্তান না হয়।
প্রবীণ তারকার চিরঞ্জীবীর লিঙ্গ বৈষম্যমূলক এমন মন্তব্য ভাইরাল হতেই অনুরাগীদের অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছে।
বছর দুয়েক আগেই রামচরণ ও উপাসনা কোনিডেলার সংসার আলো করে জন্ম নিয়েছে কন্যাসন্তান। বিয়ের প্রায় ১১ বছর পর সন্তান লাভ হয় দক্ষিণী তারকার। শখ করে ঠাকুরদা চিরঞ্জীবীই নাতনির নাম রাখেন ‘মেগা প্রিন্সেস’। তবে এবার সেই চিরঞ্জীবীই কিনা লিঙ্গ-বৈষম্যমূলক মন্তব্য করলেন বলে প্রশ্ন তুলে অনেকেই কটাক্ষ শুরু করেছেন তারকাকে।