উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে বস্ত্র খতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এবং লোকসান কমাতে কোম্পানির মিলগুলো বন্ধ বা সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এমন পরিস্থিতিতে, কোম্পানির উৎপাদন ১ ফেব্রুয়ারি তারিখ থেকে পরবর্তী দুই মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির মিলের অন্যান্য কার্যক্রম যেমন শিডিউল রক্ষণাবেক্ষণের কাজ ইত্যাদি যথারীতি চলছে। যত তাড়াতাড়ি সম্ভব উৎপাদন আবার শুরু করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানায়, সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনকালে তা বন্ধ পাওয়া যায়।

ঢাকা/এনটি/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাবির ফোকলোর বিভাগের রজত জয়ন্তী কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের রজত জয়ন্তী, ষষ্ঠ আন্তর্জাতিক ফোকলোর সেমিনার ও দ্বিতীয় ফোকলোর অ্যালামনাই পুনর্মিলনী-২০২৫ আগামীকাল অনুষ্ঠিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য সালেহ হাসান নকীব।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে করবেন।

অনুষ্ঠান সূচির প্রথম পর্বে থাকছে সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশন, সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান, ১০টা ২০ মিনিটে বর্ণাঢ্য র‌্যালি, ১১টা ১৫ মিনিটে শোক সভা, ১১টা ২০ মিনিটে চতুর্থ শিল্প বিপ্লব ও বৈশ্বিক ফোকলোর শীর্ষক আলোচনা সভা। দুপুর সাড়ে ১২টায় শাহিদা খাতুন মেধা পুরস্কার বিতরণ, ১টায় বিভাগীয় সিনিয়র শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেড়টায় নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি‌।

দ্বিতীয় পর্বে থাকছে বেলা আড়াইটায় স্মৃতিচারণ ও আড্ডা, সাড়ে ৩টায় পিঠা উৎসব, সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৯টায় রাতের খাবার।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভালোবাসা বিনিময়, স্মৃতিচারণ ও আড্ডা, সাড়ে ১০টায় লোকক্রীড়া, ১২টায় বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে অ্যালামনাইদের মত বিনিময় ও কর্মসংস্থান বিষয়ে পরামর্শ, ১টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন ১টা ৪৫ মিনিটে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি, আড়াইটায় আড্ডা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

এদিকে, দুই দিনব্যাপী এ অনুষ্ঠানকে ঘিরে ফোকলোর বিভাগসহ পুরো সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন তার সামনের অংশ সাজানো হয়েছে। শেষ মুহূর্তে বিভাগের শিক্ষার্থীরা আলপনায় দিচ্ছেন রঙ-তুলির আঁচড়।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ