গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যুর ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কফিনমিছিল কর্মসূচি দিয়েছেন। আজ বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ঘোষণা দেওয়া হয়।

এর আগে আজ বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.

আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নিহত শিক্ষার্থী আবুল কাশেম গাজীপুর মহানগরের দক্ষিণ কলমেশ্বর এলাকার হাজি জামালের ছেলে।

আরও পড়ুনগাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত একজনের মৃত্যু১ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই ঘোষণায় জানানো হয়, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ বীর কাশেমের জানাজা আজ রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিনমিছিল হবে শহীদ মিনার থেকেই। একই সঙ্গে সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিনমিছিল হবে।’

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে যান। এ সময় তাঁদের ওপর হামলা হয়। এতে ১৭ শিক্ষার্থী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আহত আবুল কাশেমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে আজ বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

হামলার ঘটনায় গত রোববার দুপুরে একটি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। প্রধান আসামি করা হয় আমজাদ মোল্লা নামের একজনকে। এলাকায় তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। এ মামলায় সর্বশেষ ১৩২ জনকে গ্রেপ্তার করার তথ্য পাওয়া গেছে।

গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় আগের মামলার সঙ্গে নতুন করে এটি হত্যা মামলা সংযুক্ত করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আওয় ম

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ হোসিয়ারি সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ হোসিয়ারি সমিতির নতুন কমিটির সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপনসহ ১৫ জন নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ ১ নং গেইট সংলগ্ন হোসিয়ারি সমিতির অফিসে বেয়ারা নির্বাচনের বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান নিবাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মো. জাকারিয়া ওয়াহিদ ও কৃষ্ণ কুমার সাহা, আপীল বোর্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী, সদস্য মো. দেলোয়ার হোসেন ও মো. শওকত আলী।

শপথ বাক্যের মাধ্যমে সভাপতি বদিউজ্জামান বদু ও দুই সহ-সভাপতিসহ ১৫জন পরিচালক হোসিয়ারি সমিতির (২০২৫ - ২০২৭) সাল পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেন। 

শপথ গ্রহণে জেনারেল গ্রুপে পরিচালকরা হলেন আব্দুল হাই , মিজানুর রহমান,  পাড়ভেজ মল্লিক, হাজী মো.শাহিন হোসেন,  আতাউর রহমান,  আলহাজ্ব মনির হোসেন,  দুলাল মল্লিক,  ফতেহ মোহাম্মদ রেজা রিপন , মাসুদুর রহমান,  বৈদ্দনাথ পোদ্দার এছাড়া এসোসিয়েট গ্রুপে সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ।
 

সম্পর্কিত নিবন্ধ