বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের সুভলী উত্তরপাড়া (পান্তা পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল (৪) ও ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে পুকুরে পড়ে যায় তারা। দীর্ঘ সময় পরেও বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। বিকেলে ৪টার দিকে ছামিহা খাতুনের মরদেহ পুকুরে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুকুরে নেমে রবিউলের লাশ উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/এনাম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাবির ফোকলোর বিভাগের রজত জয়ন্তী কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের রজত জয়ন্তী, ষষ্ঠ আন্তর্জাতিক ফোকলোর সেমিনার ও দ্বিতীয় ফোকলোর অ্যালামনাই পুনর্মিলনী-২০২৫ আগামীকাল অনুষ্ঠিত হবে।

আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য সালেহ হাসান নকীব।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে করবেন।

অনুষ্ঠান সূচির প্রথম পর্বে থাকছে সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশন, সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান, ১০টা ২০ মিনিটে বর্ণাঢ্য র‌্যালি, ১১টা ১৫ মিনিটে শোক সভা, ১১টা ২০ মিনিটে চতুর্থ শিল্প বিপ্লব ও বৈশ্বিক ফোকলোর শীর্ষক আলোচনা সভা। দুপুর সাড়ে ১২টায় শাহিদা খাতুন মেধা পুরস্কার বিতরণ, ১টায় বিভাগীয় সিনিয়র শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেড়টায় নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি‌।

দ্বিতীয় পর্বে থাকছে বেলা আড়াইটায় স্মৃতিচারণ ও আড্ডা, সাড়ে ৩টায় পিঠা উৎসব, সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৯টায় রাতের খাবার।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভালোবাসা বিনিময়, স্মৃতিচারণ ও আড্ডা, সাড়ে ১০টায় লোকক্রীড়া, ১২টায় বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে অ্যালামনাইদের মত বিনিময় ও কর্মসংস্থান বিষয়ে পরামর্শ, ১টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন ১টা ৪৫ মিনিটে নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি, আড়াইটায় আড্ডা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

এদিকে, দুই দিনব্যাপী এ অনুষ্ঠানকে ঘিরে ফোকলোর বিভাগসহ পুরো সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন তার সামনের অংশ সাজানো হয়েছে। শেষ মুহূর্তে বিভাগের শিক্ষার্থীরা আলপনায় দিচ্ছেন রঙ-তুলির আঁচড়।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ