অনেক দিন ধ‌রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা প‌রিচ‌য়ে মামলা-মোকদ্দমা থে‌কে বাঁচা‌নোর কথা ব‌লে ও ভয় দেখিয়ে প্রতারণা ক‌রে আস‌ছে এক‌টি সংঘবদ্ধ চক্র। এবার অভিনব পন্থায় প্রতারণায় নে‌মে‌ছে তারা। সামা‌জিক যোগা‌যোগ ম‌াধ্যমে দুদকের চেয়ারম‌্যা‌ন ও কমিশনারদের না‌মে খু‌লে‌ছে একা‌ধিক আইডি। এসব আইডি ব‌্যবহার ক‌রে হা‌তি‌য়ে নি‌চ্ছে লাখ লাখ টাকা।

সম্প্রতি এ প্রতারক চ‌ক্রের তিন সদস‌্যকে চি‌হ্নিত ক‌রে‌ছে গো‌য়েন্দা সংস্থা। তা‌দের ব‌্যাংক অ্যাকাউ‌ন্টে পাওয়া গে‌ছে লাখ লাখ টাকা। তারা দুদক চেয়ারম‌্যা‌ন ও ক‌মিশনার‌সহ ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের না‌মে হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে আইডি খু‌লে প্রতারণা ক‌রে মানু‌ষের কাছ থে‌কে বিপুল পরিমাণ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছে।

দুদক জানিয়েছে, দুদ‌কের না‌মে প্রতারণায় লিপ্ত তিন জন‌কে শনাক্ত করা হ‌য়ে‌ছে। তারা হ‌লেন—রংপুরের পীরগ‌ঞ্জের আল আমিনের ছে‌লে রেজোয়ানুল হক। তার সহ‌যো‌গী ইয়াস‌মিন আকতার ও জ‌রিনা বেগম।

রেজোয়ানুল হক তার সহযোগী ইয়াসমিন আক্তারের নামে রংপুরের নবাবগঞ্জ বাজারের আজহার প্লাজায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খোলেন, যার নম্বর—7017413367520। ওই অ্যাকাউন্টে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ নেওয়া হয়ে‌ছে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত হওয়া গেছে। রেজোয়ানুলের অপর সহযোগী জরিনা বেগমের নগদ অ্যাকাউন্টে (01898611674) অবৈধ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গে‌ছে।

দুদকের উপ-প‌রিচা‌লক (জনসং‌যোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন, প্রতারক চক্র অপকর্মের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। সংঘবদ্ধ প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছে দুদক।

দুর্নীতি দমন কমিশন কারো বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে চিঠি দিয়ে তাকে জানানো হয়; টেলিফোনে যোগাযোগ করা হয় না। চিঠি ভুয়া কি না, তা নিশ্চিত হওয়ার জন্য দুদকের প্রধান কার্যালয় অথবা নিকটস্থ বিভাগীয়/জেলা কার্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

অন্য কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে অথবা উল্লিখিত প্রতারক চক্রের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে দুদকের টোল ফ্রি হটলাইন নম্বরে (১০৬) জানানো অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা স্থানীয় থানার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার পরামর্শ দি‌য়ে‌ছে সংস্থা‌টি।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৫ মার্চ ২০২৫)

মেয়েদের আইপিএলের ফাইনাল আজ। রাতে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস

আবাহনী–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

প্রাইম ব্যাংক–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

মেয়েদের আইপিএল

ফাইনাল
দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লাইপজিগ–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটি–ব্রাইটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন–ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

বোর্নমাউথ–ব্রেন্টফোর্ড
রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ভিয়ারিয়াল–রিয়াল মাদ্রিদ
রাত ১১–৩০ মি., জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

সৌদি প্রো লিগ

আল তাউন–আল হিলাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫

সম্পর্কিত নিবন্ধ