বিএনপির পর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামীও। দলটি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে বৈঠক করবে।

বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে মিয়া গোলাম পরওয়ার প্রেস ব্রিফিং করবেন।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও সেলিমা রহমান।

ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো.

সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। তিনি জানান, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের ক্ষমতা ইসির নেই। তবে ইসির সঙ্গে তাদের আলাপে মনে হয়েছে, আগামী মে-জুনের মধ্যে ইসি পরিপূর্ণভাবে সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম ব এনপ

এছাড়াও পড়ুন:

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার কমিটি পুনর্গঠন

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সদর থানা শাখার মজলিসে শূরার অধিবেশন ১১ এপ্রিল মার্চ ২০২৫ইং, শুক্রবার সকাল সাড়ে সাতটায় শহরস্থ মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সদর শাখার সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ নির্বাচিত হন। 

উক্ত মজলিসে শূরার অধিবেশনে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন-সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ। অধিবেশনে ২৩ সদস্য বিশিষ্ট সদর থানা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নির্বাচিত আরো দায়িত্বশীল হলেন- সহ-সভাপতি- মুফতী কাউসার আহমদ কাসেমী, খন্দকার মুহাম্মাদ ইউনুস, আলমগীর হুসাইন, হাফেজ বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক- আব্বাস উদ্দিন সিকদার, মাওলানা ইউসুফ আহমদ, জাহিদুর রহমান, ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ সাজ্জাদুল্লাহ, বায়তুলমাল সম্পাদক- মুহাম্মাদ ছফিউল্লাহ, উলামা সম্পাদক- মাওলানা জালালুদ্দীন, প্রচার সম্পাদক হাশেম সিকদার, মহিলা সম্পাদিকা- মমতাজ বেগম, নির্বাহী সদস্য- ফরহাদ হোসাইন, মাওলানা সুলতান মুহাম্মদ বশীর, মুহাম্মদ শরীফ রিপন, পীর মোহাম্মদ বাপ্পী, মুহাম্মদ নাসির খান ও মুহাম্মদ মনির সিকদার।

সম্পর্কিত নিবন্ধ

  • আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহ উদ্দিন আহমদ
  • আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: বিএনপি নেতা সালাহ উদ্দিন
  • ভীতি কাটাতে গণিতের চর্চা বাড়াতে হবে
  • গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা
  • গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা
  • চৈত্রসংক্রান্তি বর্ষবিদায় উৎসব
  • ঢাবিতে ১৫তম স্নাতক গণিত অলিম্পিয়াডে ১০ শিক্ষার্থী বিজয়ী
  • খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার কমিটি পুনর্গঠন
  • পয়লা বৈশাখের অনুষ্ঠানে থাকছে আলোর পথে যাত্রার আহ্বান
  • দুর্নীতিমুক্ত বিনিয়োগ পরিবেশ গড়ার অঙ্গীকার: জামায়াত