ভারতকে হারিয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ওই বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। ওই দল এরই মধ্যে বেশ ক’জন ভবিষ্যত তারকার জন্ম দিয়েছে। তানজিদ তামিম, মাহমুদ হাসান জয়, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব ও পারভেজ ইমন এরই মধ্যে জাতীয় দলে খেলে ফেলেছেন। 

অনূর্ধ্ব-১৯-এর ওই বিশ্বকাপ দলে ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। তখন তার বয়স ছিল ১৭। যুবা দলের অন্যতম কনিষ্ঠ ক্রিকেটার ছিলেন। বিশ্বকাপে ম্যাচ না পেলেও তাকে ভবিষ্যত তারকা মনে করা হচ্ছিল। ২০২০ বিশ্বকাপের পরের বছরই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন নাবিল। 

ওই নাবিল ফুল হয়ে ফোঁটার আগেই ঝরে গেলেন। বুধবার মাত্র ২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। জানা গেছে, শারীরিক কিছু জটিলতায় ভুগছেন তিনি। যে কারণে মনোযোগ বাড়াতে চান পড়াশুনায়। 
 
খুলনার ছেলে নাবিল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ক্লাস-পড়াশুনার সঙ্গে ক্রিকেট চালিয়ে যাওয়া কঠিন হচ্ছে তার জন্য। শ্বাসকষ্টের সমস্যা আছে বলেও জানা গেছে। যে কারণে ক্রিকেট থেকে দূরে সরে পড়াশুনায় মনোযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নাবিল ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩০৫ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ৯০। ২৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৬৩৩ রান করেছেন বাঁ-হাতি এই ব্যাটার। অনূর্ধ্ব-১৯ দলে খেলাকালীন ভালো ছাত্র হিসেবে সুনাম ছিল নাবিলের। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংরেজি ভাষায় স্বর্তস্ফূর্ত কথা বলে প্রশংসা পেয়েছিলেন তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চবিতে ছাত্রীর বিরুদ্ধে প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ, ভিডিও ভাইরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. কোরবান আলীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে শেখ হাসিনা হলের এক ছাত্রীর বিরুদ্ধে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ওই ছাত্রী ভুক্তভোগী শিক্ষককে থাপ্পড় দেন।

অভিযুক্ত আফসানা এনায়েত এমি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। 

জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিট নির্মিত নৌকা ভাঙতে যান। এ সময় সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলী ঘটনাস্থলে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত ছাত্রী তাকে থাপ্পড় দেন।

এর আগে, শিক্ষার্থীদের ধাওয়া করার অভিযোগ উঠেছে শেখ হাসিনা হলের কিছু ছাত্রীর বিরুদ্ধে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের গায়ে হাত তুলেন ওই হলের ছাত্রীরা। এছাড়া আরও একজন সাংবাদিকের মুঠোফোন ছিনিয়ে নেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীসহ আরো যেসব ছাত্রী সেদিন হামলায় জড়িত তারা স্বৈরাচারের দোসর। শিক্ষককে লাঞ্ছিত করায় ওই ছাত্রীকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান তারা।

২০২০-২১ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী গাজী ইমরান বলেন, “এখনো শেখ হাসিনা হলে পতিত সরকারের দোসর ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা রয়ে গেছে। যার কারণে স্বৈরাচারের নামফলক ভাঙতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। ওই ছাত্রীসহ আরো যারা সেদিন শিক্ষক, ছাত্র ও সাংবাদিকের উপর হামলা করেছে, তাদের দ্রুত স্থায়ী বহিষ্কার করতে হবে। সেইসঙ্গে তাদের সনদপত্র বাতিল করতে হবে।”

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “আমরা কাজ কাজ করছি মূল্যবোধ সংরক্ষণে। শিক্ষকের ওপর প্রকাশ্যে হামলা ছাত্রীদের মূল্যবোধের চরম অবনতির বহিঃপ্রকাশ। এ হামলাকারী গোষ্ঠীকে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে প্রশাসন ব্যর্থ বলে গণ্য হবে। শিক্ষকদের মর্যাদা রক্ষার্থে হামলায় জড়িত ছাত্রীদের অবিলম্বে স্থায়ী বহিষ্কার করতে হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “ঘটনাটি অনেক আগের। সেদিনের ঘটনা তদন্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত চারদিন আগে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। আজ তাদের প্রতিবেদন দাখিলের শেষদিন। প্রতিবেদনের আলোকে দোষীদের বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
  • টাঙ্গাইলে যমুনা রেলওয়ে সেতুর উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
  • যমুনা রেলসেতুতে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল
  • প্রথমবার যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পাড়ি দিলো ট্রেন
  • চবিতে ছাত্রীর বিরুদ্ধে প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ, ভিডিও ভাইরা
  • অবসরের আগেও বিচারকদের সম্পদের হিসাব দিতে হবে
  • ঘুরেফিরে সেই প্রশাসন ক্যাডারে সুনজর
  • সারা জীবনে চাকরি করেও বেতন পাননি, অবসরের আগে দীর্ঘশ্বাস শিক্ষকের
  • অবসরে যাওয়া কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে প্রশ্ন, সমালোচনা