আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হল, গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হবে।

এতে আরো বলা হয়, দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবাই নিজেদের নির্ধারিত সময়ে এই কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়েছে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্টে লেখেনে, হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ।

এর কিছু আগে, আরেক পোস্টে তিনি বলেন, আয়নাঘর, হাসিনার হত্যা, আমার ভাই শহীদ কাশেমের মৃত্যুতে প্রতিবিপ্লব। যথেষ্ট হয়েছে। এখন আর পেছনে ফেরার পথ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

এর আগে, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যু হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.

ফারুক। আবুল কাশেমের মৃত্যুর খবরের পরই এই কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ঢাকা/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১২ ফ ব র য় র আওয় ম

এছাড়াও পড়ুন:

বড় হারে ইংল্যান্ড হোয়াইটওয়াশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো ইংল্যান্ড। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) আহমেদাবাদে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারীরা হেরেছে ১৪২ রানের বড় ব্যবধানে।

এদিন ভারত আগে ব্যাট করতে নেমে শুভমান গিলের সেঞ্চুরি এবং বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ারের ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩৫৬ রান করে ভারত। জবাব দিতে নেমে ৩৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৪ রানের বেশি করতে পারেনা ইংল্যান্ড।

ইংল্যান্ডের ইনিংসে কেউ-ই ফিফটি রানের ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩৮টি করে রান করেন টম ব্যান্টন ও গাস অ্যাটকিনসন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন বেন ডাকেট। এছাড়া জো রুট ২৪, ফিল সল্ট ২৩ ও হ্যারি ব্রুক করেন ১৯ রান।

আরো পড়ুন:

গিল-আয়ার-কোহলির ব্যাটে তৃতীয় ওয়ানডেতে ভারতের রান পাহাড়

বিরুদ্ধ সময় কাটিয়ে সেঞ্চুরিতে রোহিতের আনন্দাশ্রু

বল হাতে ভারতের আরশদীপ সিং, হরষিত রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া সবাই দুটি করে উইকেট নেন।

তার আগে ভারত ব্যাট করতে নামে। সেখানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা এই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন তিনি ব্যক্তিগত ১ রানে। সেখান থেকে গিল ও কোহলি ১১৬ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। তাতে ১৮.৫ ওভারেই ভারতের রান হয়ে যায় ১২২।

এই রানের মাথায় কোহলি ফিরেন ৫৫ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে। সেখান থেকে গিল ও আয়ার তৃতীয় উইকেট জুটিতে তোলেন আরও ১০৪ রান। দলীয় ২২৬ রানের মাথায় গিল ফেরেন। তার আগে ১০২ বল খেলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১২ রানের ইনিংস খেলে যান। যা তার ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।

এরপর আয়ারের ৮ চার ও ২ ছক্কায় করা ৭৮ এবং ৩টি চার ও ১ ছক্কায় লোকেশ রাহুলের ৪০ রানের ইনিংসে ভর করে ভারত ৩৫৬ রান পর্যন্ত যায়।

বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। মার্ক উড ৯ ওভারে ১ মেডেনসহ ৪৫ রান দিয়ে নেন ২টি উইকেট।

১১২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গিল। আর সিরিজে ২৫৯ রান করে সিরিজ সেরাও হন তিনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ