ফরিদপুরে অটোবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ২
Published: 12th, February 2025 GMT
ফরিদপুর শহরের আদমপুর চুনারুঘাটা বেড়িবাঁধ ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, চুনারুঘাটা ব্রিজ এলাকায় একটি ট্রাক অটোবাইকে ধাক্কা দিলে ছয়জন আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়। আহত চারজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
আরো পড়ুন:
জন সচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়: ইলিয়াস কাঞ্চন
কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুই জন নিহত হয়েছে। চারজন হাসপাতালে ভর্তি রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তামিম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
পোশাকে, ফ্যাশনে জমে উঠেছে মস্কো
ফ্যাশনের ‘বিগ ফোর’ বলা হয় প্যারিস, লন্ডন, নিউইয়র্ক ও মিলান শহরকে। তাদের ফ্যাশন উইকগুলো নিয়ে তাই পৃথিবীজোড়া মানুষের বাড়তি আগ্রহ থাকে। এই চারের বাইরেও একটা নতুন নাম গত বছর থেকে উচ্চারিত হচ্ছে, সেটা ‘মস্কো’।
রাশিয়ার রাজধানী মস্কোতে ২০২৪ সাল থেকে নিয়মিত আয়োজিত হচ্ছে ‘মস্কো ফ্যাশন উইক’। চলতি বছর এই আয়োজনের তৃতীয় পর্ব শুরু হয়েছে ১৩ মার্চ। ছয় দিনের এই ফ্যাশন আয়োজন শেষ হবে ১৮ মার্চ।
মস্কোর এই ফ্যাশন শোতে রাশিয়ার বিভিন্ন অঞ্চল বা শহর থেকে আগত ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ড অংশ নিচ্ছে।
রাশিয়া ছাড়াও ইন্দোনেশিয়া, স্পেন, ভারত, আর্মেনিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, ইথিওপিয়া, তুরস্ক ও তাজিকিস্তানের মতো দেশের ডিজাইনাররা তাঁদের সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন। রাশিয়ার কালচারাল ফাউন্ডেশন অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন ডেভেলপমেন্টের (ফ্যাশন ফান্ড) আয়োজনে ‘মস্কো ফ্যাশন উইক’ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ভবন মানেজের সেন্ট্রাল এক্সিবিশন হলে।
১৪ মার্চ মোট ছয়টি ফ্যাশন কিউতে ছয়জন ডিজাইনার তাঁদের সংগ্রহ তুলে ধরেন। এই ছয়ের মধ্যে রাশিয়ান ব্র্যান্ড জোটেনি, কিসিলিঙ্কো, এরমিলভ ও পিরসেভ ছাড়াও চীন ও ইন্দোনেশিয়ার দুজন ডিজাইনারের সংগ্রহ দেখানো হয়।
মোট ছয়টি ফ্যাশন কিউতে ছয়জন ডিজাইনার তাঁদের সংগ্রহ তুলে ধরেন