ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুর জেলা পর্যায়ে জাতীয় হিফজুল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের গোয়ালচামট ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনটি গ্রুপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নয়জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সহি, শুদ্ধ ও মুখস্থ তিলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেন।

জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.

সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ এবং জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি কামরুজ্জামান।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা তবীবুর রহমান। পরবর্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব জয় দ র ব তরণ

এছাড়াও পড়ুন:

পাঁচ প্রতিষ্ঠান থেকে ফাঁস এনআইডির তথ্য: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব (ইসি) আখতার আহমেদ বলেছেন, ‘‘নির্বাচন কমিশনের সেবাগ্রহণকারী স্বাস্থ্য অধিদপ্তরসহ পাঁচ প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস করেছে। প্রাথমিক তদন্তে এর প্রমাণ পেয়েছে ইসি। এসব প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।’’

অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হল— স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

সোমবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, ‘‘এ প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় না ইচ্ছেকৃত এটা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকে, তাহলে শাস্তিযোগ্য অপরাধ।’’

আখতার আহমেদ বলেন, ‘‘এনআইডি অনুবিভাগ থেকে ১৮২টি প্রতিষ্ঠান এ সেবা নেয়। ডেটা ইউজের ক্ষেত্রে একটা সীমা রাখা উচিত। ওপেন রেখে চোরকে দোষ দেওয়া যাবে না।’’

১৮২টি প্রতিষ্ঠান ইসির কাছ থেকে এনআইডির তথ্য যাচাই করে। বেশকিছু প্রতিষ্ঠান থেকে আবার অন্য প্রতিষ্ঠানে সেবা নিচ্ছে, যা চুক্তির শর্ত ভঙ্গ করে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কি না, অংশীজনদের সঙ্গে তা পর্যালোচনা করা হবে।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • বাঙলা কলেজে ৩ দিনব্যাপী ‘সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা’ শুরু
  • ‘বয়স্ক ভাতা’ বাড়িয়েছে প্রবীণের সম্মান
  • পাঁচ প্রতিষ্ঠান থেকে ফাঁস এনআইডির তথ্য: ইসি সচিব
  • ‘কলেজ শিক্ষকরা রাজনীতিতে জড়ালে গভর্নিং বডি ভাঙা হবে’
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে আবারও মহাসড়ক অবরোধ
  • পাঁচ প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য ফাঁস, কারণ দর্শানোর নোটিশ
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ