ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগে তালা
Published: 12th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যহতি দেওয়া চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভাগের কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেন তারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জাপানিজ স্টাডিজ বিভাগে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিসসহ সব কক্ষে তালাবদ্ধ।
এছাড়া, দরজায় পোস্টার সেঁটে দিয়েছেন শিক্ষার্থীরা। পোস্টারে লেখা, ‘জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.
জানা গেছে, বুধবার জাপানিজ স্টাডিজ বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে পূর্ববর্তী কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রফেশনাল মাস্টার্সে পরীক্ষা ছাড়া ছাত্রলীগ কর্মীকে ভর্তির অভিযোগে এনে তাকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অপসারণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক শিক্ষার্থী রাইজিংবিডি ডটকমকে বলেন, “এ অভিযোগের প্রতিবাদে গত ৯ ফেব্রুয়ারি বিভাগের ৯০ শতাংশের বেশি শিক্ষার্থীদের স্বাক্ষরসহ উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। পরে প্রশাসন থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি।”
চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল বলেন, “মীমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। চেয়ারম্যানকে পুনর্বহাল না করা অবধি আন্দোলন চলবে। আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা। পুনর্বহালের সিদ্ধান্ত না আসলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঢাবি প্রশাসন থেকে কোন ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কমপ্লিট শাটডাউন (সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম) কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগে তালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যহতি দেওয়া চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভাগের কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেন তারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জাপানিজ স্টাডিজ বিভাগে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিসসহ সব কক্ষে তালাবদ্ধ।
এছাড়া, দরজায় পোস্টার সেঁটে দিয়েছেন শিক্ষার্থীরা। পোস্টারে লেখা, ‘জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো জাহাঙ্গীর আলমকে তার স্বপদে পুনর্বহাল না করা অবধি টোটাল শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।’
জানা গেছে, বুধবার জাপানিজ স্টাডিজ বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে পূর্ববর্তী কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রফেশনাল মাস্টার্সে পরীক্ষা ছাড়া ছাত্রলীগ কর্মীকে ভর্তির অভিযোগে এনে তাকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অপসারণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক শিক্ষার্থী রাইজিংবিডি ডটকমকে বলেন, “এ অভিযোগের প্রতিবাদে গত ৯ ফেব্রুয়ারি বিভাগের ৯০ শতাংশের বেশি শিক্ষার্থীদের স্বাক্ষরসহ উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। পরে প্রশাসন থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি।”
চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল বলেন, “মীমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। চেয়ারম্যানকে পুনর্বহাল না করা অবধি আন্দোলন চলবে। আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা। পুনর্বহালের সিদ্ধান্ত না আসলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঢাবি প্রশাসন থেকে কোন ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কমপ্লিট শাটডাউন (সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম) কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
ঢাকা/সৌরভ/মেহেদী