ফতুল্লায় ১শ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Published: 12th, February 2025 GMT
ফতুল্লায় ১শ বোতল ফেন্সিডিলসহ মোকসেদুর রহমান ভুঁইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১১)। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে তাকে ফতুল্লার চাঁদমারী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব ১১। গ্রেপ্তারকৃত মোকসেদুর রহমান ভুঁইয়া দেওভোগ বাবুরাইল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, তাকে গ্রেপ্তারের পর ফতুল্লা থানায় হস্তান্তর করেছে র্যাব।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কোর্তোয়া ফিরলেন ‘লালগালিচায়’, বেলজিয়াম দলে আবার বিতর্ক
থিবো কোর্তায়া বেলজিয়াম দলে ফিরলেন ঠিকই, কিন্তু বিতর্ক কি পিছু ছাড়ল? উত্তর, ‘না’।
বেলজিয়াম দলের পোস্টের নিচে থিবো কোর্তায়া সর্বশেষ দাঁড়িয়েছিলেন ২০২৩ সালের জুনে ইউরো বাছাইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। দমেনিকো তেদেসকো তখন বেলজিয়ামের কোচ। কয়েক মাস পর ডিসেম্বরে জানা গেল, ইতালিয়ান বংশোদ্ভূত এই জার্মান কোচের সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না কোর্তোয়ার। পরের বছর ইউরোয় খেলবেন না, সে কথা কোর্তায়া তখন নিজেই জানান।
গত বছর ইউরো শুরুর আগে এপ্রিলে তেদেসকোও জানান, ইউরোয় নেই কোর্তোয়া এবং বিশ্বের অন্যতম সেরা এ গোলকিপারের সেই মহাদেশীয় আসরে খেলাও হয়নি। জুন–জুলাইয়ে ইউরো শেষে কোর্তোয়া বলে দেন তেদেসকোর অধীন তিনি বেলজিয়াম দলে খেলবেন না। বনিবনা না হওয়ার এ গল্পটা এখানে ফুরিয়ে গেলে সবচেয়ে বেশি খুশি হতেন কোয়েন কাস্তেলস।
আরও পড়ুনমেসি বাংলাদেশে কখনো গোল করেননি ৪৫ মিনিট আগেকোর্তোয়ার গল্পে কাস্তেলসের অনুপ্রবেশ ঠিক ইচ্ছাকৃতও নয়। রিয়াল মাদ্রিদ গোলকিপারের জায়গায় গত ইউরোয় বেলজিয়ামের পোস্ট সামলান ৯ মৌসুম ভলফসবুর্গে কাটিয়ে গত বছর সৌদি প্রো লিগের দল আল কাদিশে নাম লেখানো কাস্তেলস। শুধু ইউরো নয়, কোর্তোয়ার অনুপস্থিতিতে ১৮ মাস ধরেই বেলজিয়ামের পোস্ট সামলেছেন কাস্তেলস। স্বাভাবিকভাবেই, জায়গাটিকে নিজের ভেবে নেওয়াটা অন্তত বাড়াবাড়ি নয়।
কিন্তু বাতাস তাঁর পক্ষে থাকেনি। বেলজিয়ামকে ইউরোর কোয়ার্টার ফাইনালে না তুলতে পারা তেদেসকোকে বাজে পারফরম্যান্সের জন্য গত ১৮ জানুয়ারি ছাঁটাই করা হয়। এর ছয় দিন পর তাঁর স্থলাভিষিক্ত হন ফরাসি কোচ রুডি গার্সিয়া। এরপর গত মাসে কোর্তোয়া জানান, তিনি বেলজিয়াম দলে ফিরতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া