শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
Published: 12th, February 2025 GMT
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে কৃষক আকরাম হোসেন (৪২) ও মৃত সমেজ আলীর ছেলে কৃষিশ্রমিক আবদুল হানিফ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যুতের সংযোগ বন্ধ না করে বোরো ধানের খেতে সেচ দেওয়ার জন্য প্রতিবেশী এক স্বজনের বাড়ি থেকে সেচযন্ত্রে বিদ্যুতের সংযোগ দিতে তার টেনে নিয়ে যাচ্ছিলেন কৃষক আকরাম। হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে বিদ্যুতায়িত হন আবদুল হানিফও। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/তারিকুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউএই ও ওমানের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা
ইউএই ও ওমানের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা দুবাই থেকে ওমানের রাজধানী মাস্কাটে যাবেন ১৪ ফেব্রুয়ারি। সেখানে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণ করবেন।
কনফারেন্স শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।
ঢাকা/হাসান/এনএইচ