প্রশ্নের উত্তরটা মুখে হাসি রেখেই দিয়েছেন নাজমুল হোসেন। কিন্তু ‘লেবু কচলানোর’ মতো হয়ে যাওয়া সাকিব আল হাসান প্রসঙ্গে বলতে যে খুব একটা স্বস্তি বোধ করেননি, তা স্পষ্ট হয়েছে বাংলাদেশ অধিনায়কের কথাতেই। অবশ্য সাকিবকে নিয়ে আসাটা খুব অপ্রাসঙ্গিক কিছুও নয়।

আগামীকাল রাতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে যে তারা আট দলের একটি হয়ে যাচ্ছে, এর একটা বড় কৃতিত্ব তো সাকিবেরই। ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারানো ওই বিতর্কিত ম্যাচটি দিয়েই বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিশ্চিত হয়। সেই ম্যাচে বাংলাদেশের জয়ে ব্যাট ও বল হাতে বড় অবদান ছিল সাকিবের।

ম্যাচটা বিতর্কিত হওয়ার কারণটা আরেকবার স্মরণ করিয়ে দেওয়া যাক—আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউটের ঘটনা সেই ম্যাচে। অ্যাঞ্জেলো ম্যাথুসকে ওই আউট করার সময়ে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব। শ্রীলঙ্কাকে যে ম্যাচটিতে ২৭৯ রানে আটকে রাখা গিয়েছিল, তাতে ওই আউটের একটা ভূমিকা তো ছিলই, সাকিব বল হাতেও নিয়েছিলেন ২ উইকেট।

পরে আসল কাজটা সাকিব করেন ব্যাট হাতে। ৪১ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর নাজমুল হোসেনের সঙ্গে ১৪৯ বলে ১৬৯ রানের একটা বড় জুটি গড়েন। নিজে ৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত একটা ইনিংসও খেলেন সাকিব। নিয়তির কী লিখন, এত কিছু করে যে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের জায়গা নিশ্চিত করলেন, সাকিব তাতে যেতে পারছেন না বছর দেড়েক পরে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশেই ফিরতে পারছেন না আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ক্যারিয়ারও তাই ঝুলে আছে। তাঁর অভাব বোধ করবেন কি না, আজ সংবাদ সম্মেলনে প্রশ্নটা আসার পর নাজমুলের উত্তর, ‘সাকিব ভাইকে অবশ্যই মিস করব। এই প্রশ্ন কেন করলেন, আমি জানি না। সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো…অনেকবার এই উত্তর পেয়েছেন, খেলোয়াড়েরা দিয়েছে। আমার মনে হয় না একটা টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।’

এরপর অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে সাকিবের অবদানকেও নতুন করে স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘নির্দিষ্ট করে যদি বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। আমার মনে হয়, ওই ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল, আমাদের দলকে জেতাতে অনেক সহায়তা করেছে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের জায়গা কে নেবেন, এ প্রশ্নের উত্তর অবশ্য ‘যে দায়িত্ব পাবে’ এতটুকু বলেই দিয়েছেন নাজমুল।

সাকিব না হয় বাদ, কিন্তু বাংলাদেশের স্কোয়াডে নেই লিটন দাসও। ফর্মের কারণে বাদ পড়া এই ক্রিকেটার বিপিএলে ফেরার বার্তা দিয়েছেন। ১১ ম্যাচে ১৪৩.

১৯ স্ট্রাইক রেটে ৩৬৮ রান করেছেন। এর বাইরেও কি কাউকে মিস করবেন? নাজমুল ‘ফেলে আসাদের’ নিয়ে ভাবছেনই না, ‘যে ১৫ জন ক্রিকেটার স্কোয়াডে আছে, সবাইকে নিয়ে খুবই খুশি ও আত্মবিশ্বাসী আমি। যে–ই খেলবে, একা হাতে ম্যাচ জেতাতে পারে, এই সামর্থ্য সবার আছে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবশ য র একট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৫ মার্চ ২০২৫)

মেয়েদের আইপিএলের ফাইনাল আজ। রাতে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস

আবাহনী–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

প্রাইম ব্যাংক–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

মেয়েদের আইপিএল

ফাইনাল
দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লাইপজিগ–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটি–ব্রাইটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন–ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

বোর্নমাউথ–ব্রেন্টফোর্ড
রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ভিয়ারিয়াল–রিয়াল মাদ্রিদ
রাত ১১–৩০ মি., জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

সৌদি প্রো লিগ

আল তাউন–আল হিলাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫

সম্পর্কিত নিবন্ধ