দশদিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে: বাণিজ্য উপদেষ্টা
Published: 12th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
আগামী সাত থেকে দশদিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই।
এ সময় রোজায় সব পণ্যের দাম আরও কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএইচ
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
তানজিম হোমিওপ্যাথি কলেজের অর্ধশত গাছ কর্তন
নারায়ণগঞ্জে বন ও পরিবেশ বিভাগের কোন প্রকার অনুমতি ছাড়াই তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্ধশত গাছ গেটে ফেলেছে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বন বিভাগের কাছে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইমরান কাউসার নামে একজন সমাজকর্মী।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী কয়েক দফায় কলেজের অর্ধশত ফলজ ও বনজ গাছ কেটে নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আশরাফুর রহমান। এসময় এলাকাবাসী বাঁধা দিলে তাদেরকে তোয়াক্কা না করেই গাছ কেটে ফেলেন তিনি।
গাছ গুলোর বয়স ছিল ২৫-৩০ বছর। পূর্ণবয়স্ক এই গাছ গুলো কলেজের অনেক স্মৃতির স্বাক্ষী ছিল। কোন প্রকার পূর্বানুমিত ছাড়া এসব কাছ কেটে ফেলা অন্যায় ও অপরাধ।
এর বিচার চেয়ে এলাকাবাসী ২ ফেব্রুয়ারি জেলাপ্রশাসকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের প্রায় ১০দিন পর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বন বিভাগের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অনুমোদন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা বেআইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।