ইউসিবির পরিচালনা পর্ষদের ৫০৬তম সভা অনুষ্ঠিত
Published: 12th, February 2025 GMT
বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) পরিচালনা পর্ষদের ৫০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান শরীফ জহিরের সভাপতিত্বে ১১ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো.
পর্ষদ সভায় বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করে উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রাজিয়া বেগম (৪৫)। তিনি ওই এলাকার খাইরুল ইসলামের স্ত্রী। অভিযুক্তের নাম রাজীব। তিনি নেশাগ্রস্থ ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির বলেন, ‘‘গত রাতে নেশা করার জন্য মা রাজিয়া বেগমের কাছে টাকা চান রাজীব। এ সময় রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজীব তাকে দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অভিযুক্তের স্ত্রী শোভা বাধা দিতে আসলে তাকেও কোপানো হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে রাজীব পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় শোভাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।’’
ঢাকা/কাওছার/রাজীব