গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক তরুণের বিরুদ্ধে স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৫ জানুয়ারি উপজেলার কান্দি ইউনিয়নের একটি গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয় ইউপি সদস্য ও বিশিষ্টজন বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এ বিষয়ে তারা সোমবার গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শংকর পাণ্ডের (২৩) বিরুদ্ধে মামলা করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে রেখে ২৫ জানুয়ারি জমিতে কাজ করতে যান তার মা-বাবা। প্রতিবেশী শংকর পাণ্ডে বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। সে অসুস্থ হয়ে পড়লে মা-বাবা স্থানীয় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে আসেন।
মেয়েটির বাবার ভাষ্য, বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য মাহাবুব মোল্লা ও এলাকার বিশিষ্টজন বাবু দফাদারকে জানান। তারা সালিশে সমাধানের আশ্বাস দিলে মামলা করেননি। কয়েকদিনেও বিচার না করায় সোমবার মেয়েটির মা বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শংকর পাণ্ডের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনা জানাজানি হওয়ার পর তারা আত্মগোপনে আছেন।
ইউপি সদস্য মাহাবুব মোল্লা বলেন, ‘এ ঘটনা শোনার পরে আমি তাদের বাড়িতে গিয়েছি। তবে বিষয়টি মীমাংসার কোনো আশ্বাস দিইনি।’
কোটালীপাড়া থানার ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অন্যায় করি না, কাউকে করতে দিব না: ড. শফিকুল ইসলাম
আমি অন্যায় করি না, আর কাউকে অন্যায় করতে দিব না বলে জানিয়েছেন পটুয়াখালী-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার পটুয়াখালীর বাউফলের ধানদী কামিল মাদ্রাসা ময়দানে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ মাহফিলে বলেন, আমাদের তরুণ যুবকরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জীবন দিতে পারে তাহলে আমরা কেন, সমাজের গুটিকয়েক চাঁদাবাজ, সুদখোর, ঘুসখোর, দুর্নীতিবাজদের রুখে দিতে জীবন দিতে পারব না। আমি অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দিব না।
তিনি বলেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর কোনো মেম্বর, চেয়ারম্যান কিংবা অন্যকোন জনপ্রতিনিধি কাউকে কিছু দেওয়ার চেয়ে খেয়েছে বেশি। ওরা কেবল আমাদের হকই খায়নি আল্লাহর হকও নষ্ট করেছে। আগামী দিনে আমাদের বাউফলের ইমাম হবেন একজন আল্লাহ ভীরু। যিনি হবেন একদিকে মসজিদের ইমাম, জানাজার নামাজের ইমাম একই সঙ্গে বাউফলেরও ইমাম।
ড. শফিকুল ইসলাম আরও বলেন, রাসুলে করিম (সা.)-এর আবির্ভাবের মধ্য দিয়ে শেষ জামানা শুরু হয়ে গেছে। ইসলামের ভিত্তিতে আমাদের জীবন এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। একমাত্র জীবন বিধানের নামই হচ্ছে আল কুরআন।
ধানদী শিশু সদন নূরানি ও হাফেজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. হারুন আর রশিদের সভাপতিত্বে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনপুরী গদিনশিন পীর আলহাজ্ব হযরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী। মুফাসিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়েখ জামাল উদ্দিন, জৈনপুরী পীর হযরত মাওলানা নাবিল আহমাদ সিদ্দিকী, জৈনপুরী পীর হযরত মাওলানা আহমদ হামজা সিদ্দিকী, তাফসিরকারক হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন প্রমুখ মাহফিলে তাফসির পেশ করেন।