গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক তরুণের বিরুদ্ধে স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৫ জানুয়ারি উপজেলার কান্দি ইউনিয়নের একটি গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয় ইউপি সদস্য ও বিশিষ্টজন বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এ বিষয়ে তারা সোমবার গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শংকর পাণ্ডের (২৩) বিরুদ্ধে মামলা করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে রেখে ২৫ জানুয়ারি জমিতে কাজ করতে যান তার মা-বাবা। প্রতিবেশী শংকর পাণ্ডে বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। সে অসুস্থ হয়ে পড়লে মা-বাবা স্থানীয় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে আসেন।
মেয়েটির বাবার ভাষ্য, বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য মাহাবুব মোল্লা ও এলাকার বিশিষ্টজন বাবু দফাদারকে জানান। তারা সালিশে সমাধানের আশ্বাস দিলে মামলা করেননি। কয়েকদিনেও বিচার না করায় সোমবার মেয়েটির মা বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শংকর পাণ্ডের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনা জানাজানি হওয়ার পর তারা আত্মগোপনে আছেন।
ইউপি সদস্য মাহাবুব মোল্লা বলেন, ‘এ ঘটনা শোনার পরে আমি তাদের বাড়িতে গিয়েছি। তবে বিষয়টি মীমাংসার কোনো আশ্বাস দিইনি।’
কোটালীপাড়া থানার ওসি মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আমজনতা পার্টি’
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে ‘বাংলাদেশ আমজনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তিনি দলের আহ্বায়ক হিসেবে থাকছেন। এছাড়া সদস্যসচিব হয়েছেন ফাতিমা তাসনিম। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শেষে শুভেচ্ছা বক্তব্য দেন রফিকুল আমীন। এ সময় তিনি এই দলের নাম ঘোষণা করেন।
ডেসটিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমীন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেসটিনির সম্পাদক। অর্থ পাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতি দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কারামুক্তি পান।
এদিকে গত রোববার ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ থেকে উচ্চতর পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেন। আজ নতুন দলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।