দেশে বাণিজ্যিক ফুল চাষের পথিকৃৎ হিসেবে পরিচিত শের আলী সরদার (৭৫) মারা গেছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।

যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শের আলী সরদার ফুল চাষের প্রথম উদ্যোক্তাদের একজন ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শের আলীর বাবা আবদুর রহমান সরদারের নার্সারির ব্যবসা ছিল। ফলদ ও বনজ গাছের চারা বেশি উৎপাদন করতেন আবদুর রহমান সরদার। বাবার নার্সারিতে কাজ করতেন শের আলী। ১৯৮২ সালের এক বিকেলে শের আলী নার্সারিতে ছিলেন, তখন এক পথচারী এসে তাঁর কাছে পানি খেতে চাইলেন। ওই পথচারীর হাতে ছিল কিছু রজনীগন্ধা। কথায় কথায় জানলেন পথচারীর নাম নূর ইসলাম। বাড়ি যশোর সদরে। সেই নূর ইসলামের মাধ্যমে শের আলী আড়াই মণ রজনীগন্ধার বীজ নিয়ে নিজের ৩০ শতক জমিতে বপন করেন। রজনীগন্ধার ভালো ফলন পেলেন।

ঢাকায় তখন রজনীগন্ধা বেশি পাওয়া যেত না। চাঁপা, রঙ্গন বা কাঠগোলাপ বিক্রি হতো। ফুলের বাজারও বেশি বড় ছিল না। সাধারণত পূজা-পার্বণে লোকে ফুল ব্যবহার করতেন। তখন রাষ্ট্রপতি ছিলেন এইচ এম এরশাদ। তিনি মালঞ্চ নামে শাহবাগে একটি ফুলের দোকান উদ্বোধন করলেন। দেশের প্রথম বাণিজ্যিক ফুলের দোকান সেটি। শের আলীর রজনীগন্ধা দিয়ে দোকানটির যাত্রা শুরু। শের আলী তত দিনে গ্লাডিওলাস, জারবেরা ইত্যাদি ফুল উৎপাদনেও সফল হন।

যশোর সদর থেকে ২৫ কিলোমিটার দূরে গদখালী। গদখালী থেকে আরও কিছুটা দূরে পানিসারা গ্রাম। গ্রামের কমবেশি সবাই ফুল চাষ করেন। পানিসারার পাশের গ্রামের মানুষেরাও ফুল চাষ করেন। প্রায় দুই হাজার হেক্টর জমিতে ফুল চাষ হয়। কর্মসংস্থান হয়েছে পাঁচ হাজার মানুষের। এ ছাড়া ফুল কেনাবেচার সঙ্গে জড়িত আরও ৫০ হাজার মানুষ। গদখালীর ফুল ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, সিলেটসহ ৫৫টি জেলায় যায়। শের আলীর দেখানো পথেই ফুল চাষে এ সফলতা আসে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা শের আলীর নার্সারি দেখতে গিয়ে বলেছিলেন, ‘শের আলীর ফুল বিশ্বমানের।’

পৃথিবীর ২০টির বেশি দেশ ঘুরেছেন শের আলী। জীবনে কোনো দিন ফুলের বীজ বিক্রি করেননি। শের আলী বলেছিলেন, ‘আমি জীবনে কখনো ফুলের বীজ বিক্রি করিনি। যতটা পেরেছি বিতরণ করেছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ র আল র সরদ র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৫ মার্চ ২০২৫)

মেয়েদের আইপিএলের ফাইনাল আজ। রাতে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস

আবাহনী–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

প্রাইম ব্যাংক–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

মেয়েদের আইপিএল

ফাইনাল
দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১

জার্মান বুন্দেসলিগা

ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

লাইপজিগ–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানচেস্টার সিটি–ব্রাইটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন–ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

বোর্নমাউথ–ব্রেন্টফোর্ড
রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ভিয়ারিয়াল–রিয়াল মাদ্রিদ
রাত ১১–৩০ মি., জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

সৌদি প্রো লিগ

আল তাউন–আল হিলাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫

সম্পর্কিত নিবন্ধ