বিএনপি নেতার ইটভাটায় অভিযান, দুই ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ
Published: 12th, February 2025 GMT
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে নেমে বাধার মুখে পড়েছে প্রশাসন। সেখানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বুকশুলা এলাকায় এমজেএ ব্রিকস-২-এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ইটভাটার মালিক জেলা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। অভিযান চলাকালে তিনি বৈধ কাগজপত্র দেখাতে না পারলেও রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস এম শাফায়াত আখতার নুর, রাকিবুল ইসলাম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক গোলাম আসিফ রহমান।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার কালীগঞ্জে অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় অভিযানে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের এমজেএ ব্রিকস-২-এ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে নেতার লোকজন ভ্রাম্যমাণ আদালতকে গালাগাল করেন। এক পর্যায়ে পরিবেশ কর্মকর্তা ও দুই ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জের ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলছে। এর ধারাবাহিকতায় উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানাও করা হয়েছে। এমজেএ ব্রিকস-২-এর শুরু থেকে কোনো বৈধ কাগজপত্র নেই। সেখানে অভিযানে গেলে প্রথমে বাধা দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের অবরুদ্ধ করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে এমজেএ ব্রিকস-২-এর মালিক উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ অবর দ ধ উপজ ল ব এনপ ইটভ ট
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভার্ন্যান্স স্টাডিজে মাস্টার্স, প্রয়োজন সিজিপিএ ২.৫০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভার্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ১৭তম ব্যাচ ১ম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটির মেয়াদ ১৮ মাস।
ভর্তির যোগ্যতা
১. প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে।
২. স্নাতকসহ সব ধরনের পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
৩. সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ করা প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫আবেদনপত্রের বিস্তারিত
১. ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ২৪ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে (শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে।
যেসব কাগজ জমা দিতে হবে
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে উল্লেখ করা কাগজপত্র জমা দিতে হবে—
১. তিন কপি পাসপোর্ট সাইজের ছবি
২. সব পরীক্ষার সনদ
৩. নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
আরও পড়ুনঅস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ, জিপিএ ৬ হলেই আবেদনের সুযোগ৭ ঘণ্টা আগেআবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
কক্ষ নম্বর ৪১০, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন (৪র্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।
ভর্তির বিস্তারিত তথ্য
১. আবেদনের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, সময়: বেলা ৩টা ৩০ মিনিট।
৩. ক্লাসের সময়: প্রতি শুক্র ও শনিবার।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৪ কোর্সে মাস্টার্স, ডিগ্রি পাসেও আবেদন৪ ঘণ্টা আগে