Samakal:
2025-02-12@13:55:25 GMT

সমালোচনায় কখনো কান দিই না: দিঘী

Published: 12th, February 2025 GMT

সমালোচনায় কখনো কান দিই না: দিঘী

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমা ও ওটিটি কন্টেন্টে কাজের সুবাদে দর্শর্কে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এসবের মাঝে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যে সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তবে সমালোচনায় কখনো কান দেন তিনি। সেই সঙ্গে জানিয়ে দিলেন সমালোচনা নিয়ে মাথা ঘামানোও উচিত নয়।

দিঘী বলেন, ‘সমালোচনায় কখনো কান দিই না। তবে যদি সামনে পড়ে যায়, তাহলে শোনা উচিত। মাথা ঘামানো উচিত নয়। যখন নতুন ছিলাম, তখন সমালোচনা আমাকে অনেক বেশি হিট করত। এখন কারও সমালোচনা করা ট্রেন্ডি হয়ে গেছে। কাউকে নিয়ে নেতিবাচক কথা বললে মনে করেন, তিনি অনেক বোঝেন। অনেক জানেন। অনেকে আরেকজনকে ছোট করে নিজেকে বড় মনে করেন। তাঁরা শোধরানোর জন্য সমালোচনা করেন না।’

কে ভালো চান আর কে খারাপ চান- তা এখন কিছুটা হলেও বুঝতে পারেন দিঘী। কাজের ক্ষেত্রে নিজের বাবাকে বড় সমালোচক মনে মনে অভিনেত্রী।

দিঘীর ভাষ্য, ‘আমি এটা বুঝতে পারি, কে আমার ভালো কিংবা খারাপ চান। যদি ভুল শোধরানোর কিছু থাকে, তাহলে বাসায় বাবা আছেন, যিনি আমার সবচেয়ে বড় সমালোচক, কখন কোনটা করা উচিত, তিনিই আমাকে বলে দিতে পারবেন। বাদ বাকিগুলো না কানে শুনি, না গায়ে লাগাই।’

বর্তমানে ভ্যালেন্টাইন, ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের কাজ করছেন। ঈদে তার অভিনীত সিনেমা ‘জংলি’ মুক্তি পাবে। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। এছাড়া নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা চলছে বলেও জানান তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বন্দরে ছিনতাইকারী সন্দেহে আজমীর আটক

বন্দরে ছিনতাইকারী সন্দেহে  আজমীর (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।

আটককৃত ছিনতাইকারী আজমীর বন্দর উপজেলার কাজীবাড়ী এলাকার আসলাম মিয়ার ছেলে। আটককৃতকে আজমীরকে বুধবার  দুপুরে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে।  

বুধবার ভোরে নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে আজমীর নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ