কবি জসীমউদ্দীন ও সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
Published: 12th, February 2025 GMT
কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি। এবার কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন কবি আল মুজাহিদী এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন অধ্যাপক হান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা এবং সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে ওই লেখকদের হাতে পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও স্মারক তুলে দেওয়া হবে।
ঢাকা/সৌরভ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে ছিনতাইকারী সন্দেহে আজমীর আটক
বন্দরে ছিনতাইকারী সন্দেহে আজমীর (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।
আটককৃত ছিনতাইকারী আজমীর বন্দর উপজেলার কাজীবাড়ী এলাকার আসলাম মিয়ার ছেলে। আটককৃতকে আজমীরকে বুধবার দুপুরে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে।
বুধবার ভোরে নবীগঞ্জ বাগবাড়ি এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে আজমীর নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।