কালীগঞ্জের ৩ আওয়ামী লীগ নেতা ঢাকা কারাগারে
Published: 12th, February 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলায় সহায়তার অভিযোগে আওয়ামী লীগের কালীগঞ্জের তিন নেতাকে উত্তরা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাদের ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি কফিশপ থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলায় সহায়তাকারী ও আ.
অপারেশন ‘ডেভিল হান্ট’-এর আওতায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ওই তিন নেতা হলেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তরুণ এবং মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরুজ্জামান খান অরুণ।
ঢাকা/রফিক/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে সোনামনি কিন্ডার গার্টেন স্কুলে চুরি
বন্দরে সোনামনি কিন্ডার গার্টেন স্কুলে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল শ্রেণী কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোজিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত মঙ্গলবার রাতে যে কোন সময় বন্দর থানার উত্তর কলাবাগস্থ উল্লেখিত স্কুলে এ চুরি ঘটনাটি ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত সোমবার বিদ্যালয় ছুটি শেষে শ্রেণী কক্ষের তালা দিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোজিনা আক্তার বাসা যায়।
পরে বুধবার সকাল সাড়ে ৭টায় স্কুল খোলার সময় দেখতে পায় অজ্ঞাত চোরের দল প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর কক্ষের তালা ভেঙ্গে ২টি সিলিং ফ্যান নিয়ে গেছে।