এশার নামাজের পর থেকে শেষ রাতের আগপর্যন্ত যেকোনো সময় বিতর নামাজ পড়া যায়। বিতরের নামাজ পড়ার সময় তৃতীয় বা শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়তে হয়। দোয়া কুনুতে রয়েছে গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত আলাপ। এ দোয়ার ফলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান। বান্দার চাওয়া-পাওয়া পরিপূর্ণ করে দেন। দুনিয়ার সব বিপদ-আপদ থেকে মুক্তি দেন।

রাসুল (সা.

) বিতর নামাজ পড়তেন। বিতর নামাজ পড়ার জন্য স্ত্রীকেও মাঝেমধ্যে জাগিয়ে তুলতেন। প্রথম রাকাতে সুরা আলা, দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা ইখলাস পড়তেন। কখনো কখনো সুরা ফালাক ও সুরা নাস পড়তেন। (বুখারি, হাদিস: ৫১২, ৯৯৭; মুসলিম, হাদিস: ৭৪৪; মুসনাদে আহমদ, হাদিস: ২৭২০; তিরমিজি, হাদিস: ৪৬২)

কুনুত শব্দ দিয়ে নীরবতা, সালাত, কিয়াম, ইবাদত ইত্যাদি বোঝায়। কুনুতের উদ্দেশ্য হলো নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। পাঁচ ওয়াক্ত নামাজে সুরা-কিরাত, দরুদ, তাশাহুদ, দোয়া মাসুরাসহ বিভিন্ন দোয়া পড়া হয়। নামাজে এসব পড়া আবশ্যক। এমন দোয়ার মতো আরেকটি আমল হলো দোয়া কুনুত।

দোয়া কুনুত বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা’ বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক।

দোয়া কুনুতের অর্থ:

হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই কাছে ক্ষমা চাই, তোমারই প্রতি ইমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সব মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি। আর তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত।

আরও পড়ুনইয়াজুজ–মাজুজের আশ্চর্য কাহিনি ০৪ ডিসেম্বর ২০২৩দোয়া কুনুতের ফজিলত

এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয়।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি একরাতে নবী (সা.) কাছে ছিলাম। তিনি শয্যাত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে ফাতিহার পর সুরা আলা পাঠ করলেন। এরপর রুকু ও সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরুন পাঠ করলেন এবং রুকু-সেজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে কুনুত পড়লেন।’ (কিতাবুল হুজ্জাহ ১/২০১; নাসবুর রায়াহ : ২/১২৪)

দোয়া কুনুত পড়ার নিয়ম

দোয়া কুনুত বিতর নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মেলানোর পর পাঠ করতে হয়।

আরও পড়ুনদোয়া কুনুত: বাংলা উচ্চারণ, অর্থ, ফজিলত ও পড়ার নিয়ম০১ জানুয়ারি ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল ল হ করল ন

এছাড়াও পড়ুন:

শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পাবনার বেড়ায় মামার বাড়ি থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে কিশোর শোধনাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেছেন বলে জানান রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান। 

জানা গেছে, গত রোববার সকালে ধর্ষণের ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় বুধবার। মাঝে চারদিন সালিশের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে শিশুটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজন। বাড়ির পাশে এনজিওর মাধ্যমে পরিচালিত একটি স্কুলে সাত বছর বয়সী শিশুটি পড়াশোনা করে। স্কুলঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্কুলে এলে শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি ঘটনা জানালেও স্বজনরা থানায় না জানিয়ে বিষয়টি গোপন রাখে। বিষয়টি জানাজানি হলে কিশোরসহ পরিবারের সদস্যরা পাবনার বেড়ায় গা-ঢাকা দেয়। এরপর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।


 

সম্পর্কিত নিবন্ধ

  • ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত রেসলিং কিংবদন্তি বললেন, ‘বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল’
  • রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস
  • এবার তামিম সেঞ্চুরি পাননি, জিতেছে মোহামেডান, আবাহনী ও গাজী
  • হেলিকপ্টারে মাগুরা যাওয়া নিয়ে সারজিস বললেন ‘সিট খালি ছিল’
  • প্রতিমা ভাঙার ঘটনায় ছেলেকে ধরিয়ে দিলেন বাবা
  • আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের
  • যেভাবে কেটেছে আয়নাঘরে চার দিন
  • স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী গ্রেপ্তার
  • আইপিএলের শুরুতে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই
  • শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার