সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক বৃহস্পতিবার
Published: 12th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আতাউর রহমান সরকার জানান, ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো.
আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিএইচ
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় ৩ দিনে গ্রেপ্তার ১৯
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টের আওয়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গত ৮ ফেব্রুয়ারি থেকে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কেউ কোনো অনৈতিক কর্মকাণ্ড করলে তাকে আইনের আওতায় আনা হবে। অভিযানে সাধারণ সাধারণ ও নীরিহ কোনো মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে।”
ঢাকা/মামুন/এস