নরসিংদীর সদর উপজেলায় ধানখেতে পড়ে ছিল এক শ্রমিকের গলাকাটা লাশ। আজ বুধবার দুপুরে উপজেলার মহিষাশুরা ইউনিয়নের কামারগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শ্রমিকের নাম এরশাদ মিয়া (২৫)। তিনি সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের শান্তি ভাওলা এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকার একটি মিলের শ্রমিক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ গতকাল মঙ্গলবার বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকাল আটটার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি কামারগাঁও সড়কের পাশে ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই শ্রমিকের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিবারের সদস্যরা থানায় এসেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অন্যায় করি না, কাউকে করতে দিব না: ড. শফিকুল ইসলাম

আমি অন্যায় করি না, আর কাউকে অন্যায় করতে দিব না বলে জানিয়েছেন পটুয়াখালী-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। 

মঙ্গলবার পটুয়াখালীর বাউফলের ধানদী কামিল মাদ্রাসা ময়দানে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ মাহফিলে বলেন, আমাদের তরুণ যুবকরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জীবন দিতে পারে তাহলে আমরা কেন, সমাজের গুটিকয়েক চাঁদাবাজ, সুদখোর, ঘুসখোর, দুর্নীতিবাজদের রুখে দিতে জীবন দিতে পারব না। আমি অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দিব না।  

তিনি বলেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর কোনো মেম্বর, চেয়ারম্যান কিংবা অন্যকোন জনপ্রতিনিধি কাউকে কিছু দেওয়ার চেয়ে খেয়েছে বেশি। ওরা কেবল আমাদের হকই খায়নি আল্লাহর হকও নষ্ট করেছে। আগামী দিনে আমাদের বাউফলের ইমাম হবেন একজন আল্লাহ ভীরু। যিনি হবেন একদিকে মসজিদের ইমাম, জানাজার নামাজের ইমাম একই সঙ্গে বাউফলেরও ইমাম।

ড. শফিকুল ইসলাম আরও বলেন, রাসুলে করিম (সা.)-এর আবির্ভাবের মধ্য দিয়ে শেষ জামানা শুরু হয়ে গেছে। ইসলামের ভিত্তিতে আমাদের জীবন এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। একমাত্র জীবন বিধানের নামই হচ্ছে আল কুরআন।

ধানদী শিশু সদন নূরানি ও হাফেজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. হারুন আর রশিদের সভাপতিত্বে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনপুরী গদিনশিন পীর আলহাজ্ব হযরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী। মুফাসিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়েখ জামাল উদ্দিন, জৈনপুরী পীর হযরত মাওলানা নাবিল আহমাদ সিদ্দিকী, জৈনপুরী পীর হযরত মাওলানা আহমদ হামজা সিদ্দিকী, তাফসিরকারক হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন প্রমুখ মাহফিলে তাফসির পেশ করেন।

সম্পর্কিত নিবন্ধ