নরসিংদীর সদর উপজেলায় ধানখেতে পড়ে ছিল এক শ্রমিকের গলাকাটা লাশ। আজ বুধবার দুপুরে উপজেলার মহিষাশুরা ইউনিয়নের কামারগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত শ্রমিকের নাম এরশাদ মিয়া (২৫)। তিনি সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের শান্তি ভাওলা এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকার একটি মিলের শ্রমিক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ গতকাল মঙ্গলবার বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকাল আটটার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি কামারগাঁও সড়কের পাশে ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ওই শ্রমিকের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিবারের সদস্যরা থানায় এসেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছুটির নেশা পেয়ে বসেছে ফুটবল কোচ ক্যাবরেরাকে!

ছুটি কাটিয়ে ২২ এপ্রিল এসেছেন ঢাকায়। ময়মনসিংহে আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপের ফাইনাল খেলা সেদিন দেখেছিলেন। পাঁচ দিন না যেতেই আবার ছুটিতে নিজ দেশ স্পেনে চলে গেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। যেন ছুটির নেশা পেয়ে বসেছে জাতীয় ফুটবল দলের কোচকে।

বাংলাদেশের ফুটবলে ছুটির ইস্যুতে সবচেয়ে বেশি সমালোচিত ছিলেন জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে। চুক্তির বাইরেও বেশি ছুটি কাটিয়েছিলেন ইংলিশ এ কোচ। গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলার পর ছুটিতে চলে যান ক্যাবরেরা। গত মঙ্গলবার বাংলাদেশে আসার পর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলের পরিকল্পনা তাঁর কাছে জানতে চান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সেখানে নিজের পরিকল্পনা তুলে ধরা ক্যাবরেরার হঠাৎ নিজ দেশে চলে যাওয়াকে ভালোভাবে দেখছেন না বাফুফের নির্বাহী কমিটির অনেকে। 

গতকাল ক্যাবরেরার ছুটির বিষয়ে জানতে চাইলে বাফুফে সাধারণ সম্পাদক বল ঠেলে দেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কোর্টে। বিকেলে ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘আমি যতটুকু জানি তাঁর (ক্যাবরেরা) বাবা অসুস্থ, তাই স্পেন গেছেন। পারিবারিক সমস্যা হলে তো করার কিছু থাকে না। আশা করি, তিনি শিগগিরই দেশে ফিরবেন।’

সম্পর্কিত নিবন্ধ