শুধু প্রতিযোগিতার জন্য নয়, জানাতে হলে পড়তে হবে বই
Published: 12th, February 2025 GMT
রাজবাড়ী সুহৃদ সমাবেশের উদ্যোগে স্কুল পরিভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পড়া প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মিলছে। কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা গল্প থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের শতাধিক ছাত্রী এতে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে সেরা আটজনকে বই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সব অংশগ্রহণকারীকে শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ছোট বেলা থেকেই পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বইগুলো পড়তে হবে। শুধু এমন প্রতিযোগিতার জন্য নয়, জানাতে হলে পড়তে হবে বই। এই আয়োজন শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বাড়াবে।
প্রতিযোগিতায় রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যাপক আহসান হাবীব, মীর মশাররফ হোসেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহসভাপতি ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেদ মুশতার, আনিছুর রহমান, সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক রবিউল রবি।
কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রাজবাড়ীর সুহৃদ নিলুফা আক্তার ইভা, আব্দুল্লাহ আল মামুন, সাইমুম হোসেন, সোহাগ প্রমুখ। আয়োজন শেষে সুহৃদরা সংক্ষিপ্ত সভায় মিলিত হন এবং পরবর্তী কর্মসূচি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
এশিয়ান টাইগার ফান্ডকে বেমেয়াদীতে রূপান্তরের আবেদন বাতিল
পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত মেয়াদী মিউচুয়াল ফান্ড এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডকে বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তর করার আবেদন নামঞ্জুর করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি বিএসইসির ৯৪১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিধি মোতাবেক পর্যাপ্ত ইউনিটহোল্ডারের অনুমোদন না থাকা ও মেয়াদপূর্তির ১৫০ দিন আগে ফান্ডের ট্রাস্টির সিদ্ধান্ত গৃহীত না হওয়া এবং সময়ের মধ্যে কমিশন ও এক্সচেঞ্জকে অবহিত করতে ব্যর্থ হওয়ায় এ ফান্ডকে বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তরের আবেদন নামঞ্জুরের সিদ্ধান্ত হয়েছে।
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর আকার ৬১ কোটি ৭৮ লাখ টাকা। এ ফান্ডের মেয়াদ ১০ বছর, যা শেষের দিকে। সাধারণত মেয়াদ শেষে প্রতিটি মিউচুয়াল ফান্ডের অবসায়ন ঘটে থাকে। তবে, দেশে বিদ্যমান আইন অনুসারে, শর্তসাপেক্ষে অবসায়নের পরিবর্তে মেয়াদী মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তরের সুযোগ আছে। সে ক্ষেত্রে ফান্ডের মেয়াদ শেষ হওয়ার নির্দিষ্ট সময় আগে এর ইউনিটহোল্ডারদের নিয়ে সভা করতে হয়। দুই-তৃতীয়াংশ ইউনিটহোল্ডার ফান্ডটিকে বেমেয়াদী ফান্ডে রূপান্তরের সম্মতি দিলে এবং ফান্ডের ট্রাস্টির সায় থাকলে চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করতে হয়। কিন্তু, এ ফান্ডকে বেমেয়াদী ফান্ডে রূপান্তরের আবেদনের ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি শর্ত পূরণ করতে পারেনি।
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডকে বেমেয়াদী মিউচুয়াল ফান্ডে রূপান্তর করার আবেদন করে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
ঢাকা/এনটি/রফিক