এক্সব্লেডের নতুন সংস্করণ বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে এটি শোরুমে পাওয়া যাচ্ছে। ১৬০ সিসি পিজিএম-এফআই ইউরো ৩ ইঞ্জিনের বাইকটিতে বেশকিছু ফিচার যুক্ত করেছে হোন্ডা। আসুন জেনে নিই সেসব ফিচার।

ইঞ্জিন কিল সুইচ: এ বাইকে যুক্ত করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ। এর ফলে যানজটে বসে আর চাবি ঘুরিয়ে বাইক বন্ধ করতে হবে না বাইকারদের।

সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ: বাইক স্টার্ট দেওয়ার পরে অনেক সময় সাইড স্ট্যান্ড তুলতে ভুলে যান বাইকাররা। ফলে, দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। এক্সব্লেডের নুতন সংস্করণে সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ যুক্ত করা হয়েছে। যদি সাইড স্ট্যান্ড ডাউন থাকে, তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর মিটারে দেখানো হবে। ফলে, এটি স্টার্টের সময় বাইকারের নিরাপত্তা নিশ্চিত করে।

ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর: বাইক পড়ে গেলে এই সেন্সরের বদৌলতে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

স্ট্রিট-টেক ডিজিটাল মিটার: এতে কিছু অ্যাডভান্স ফিচার যুক্ত করা হয়েছে। এসব ফিচারের মধ্যে আছে—এফআই ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিজিটাল ঘড়ি, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ট্রিপ কিলোমিটার এবং জ্বালানি ইন্ডিকেটর। 

কোম্পানির দাবি, এক্সব্লেডের নতুন সংস্করণটি আরো বেশি জ্বালানিসাশ্রয়ী। এটি এক লিটার তেলে মাইলেজ দেবে ৬০ কিলোমিটার।

আগের সংস্করণের মতো এটাতেও ব্রেকিংয়ের জন্য রয়েছে পেটাল ডিস্ক। নিরাপত্তার জন্য থাকছে অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম (এবিএস)। হোন্ডার এক্সব্লেড বাইকের দাম ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।

ঢাকা/শাহেদ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক ত কর

এছাড়াও পড়ুন:

নাগরদোলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত স্বামী আ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় লাকী বেগম (২০) নামে একজন অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় উঠিয়ে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।  
 
সোমবার (১৪ এপ্রিল) রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিউদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে।  

নিহত লাকী বেগম একই উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনসুর আলীর মেয়ে।  আটক স্বামী মো. সাকিব সদর উপজেলার মান্নান নগর বেদে পল্লী পাড়ার মো. মঙ্গলের ছেলে।    

নিহত লাকীর মা শেফালী বেগম জানান, এক বছর আগে পারিবারিকভাবে জেলার সদর উপজেলার মান্নান নগরের বেদে পাড়ার মঙ্গলের ছেলে সাকিবের সাথে লাকীর বিয়ে হয়। লাকী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গত পনের দিন আগে সে শ্বশুর বাড়ি থেকে স্বামীসহ বাবার বাড়িতে আসে। রবিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সাকিব তার স্ত্রীকে মারধর করে জামা কাপড় ছিঁড়ে ফেলে। পরে নিজের ব্যবহৃত একটি মুঠোফোন ভেঙে ফেলে এবং নিজের মাথা নিজেই ফাঁটিয়ে ফেলে। 

সোমবার সন্ধ্যার পরে লাকীর স্বামী ও তার পরিবারের সদস্যরা একলাশপুর ইউনিয়নের মহিউদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যায়। সেখানে স্বামী-স্ত্রী এক সাথে নাগরদোলায় উঠে।  

শেফালী বেগমের অভিযোগ, নাগরদোলায় চড়াকালীন সাকিব তার মেয়ে লাকীকে গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় লাকীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

লাকীর বাবা মনসুর আলী বলেন, “সাকিব মাদকাসক্ত ছিলো। কথায় কথায় লাকীকে নির্যাতন করতো। আমাদের ঘরে এসেও মেরেছে। সে আমার মেয়েকে হত্যা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, “অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

ঢাকা/সুজন/টিপু

সম্পর্কিত নিবন্ধ