এক্সব্লেডের নতুন সংস্করণ বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে এটি শোরুমে পাওয়া যাচ্ছে। ১৬০ সিসি পিজিএম-এফআই ইউরো ৩ ইঞ্জিনের বাইকটিতে বেশকিছু ফিচার যুক্ত করেছে হোন্ডা। আসুন জেনে নিই সেসব ফিচার।

ইঞ্জিন কিল সুইচ: এ বাইকে যুক্ত করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ। এর ফলে যানজটে বসে আর চাবি ঘুরিয়ে বাইক বন্ধ করতে হবে না বাইকারদের।

সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ: বাইক স্টার্ট দেওয়ার পরে অনেক সময় সাইড স্ট্যান্ড তুলতে ভুলে যান বাইকাররা। ফলে, দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। এক্সব্লেডের নুতন সংস্করণে সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ যুক্ত করা হয়েছে। যদি সাইড স্ট্যান্ড ডাউন থাকে, তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর মিটারে দেখানো হবে। ফলে, এটি স্টার্টের সময় বাইকারের নিরাপত্তা নিশ্চিত করে।

ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর: বাইক পড়ে গেলে এই সেন্সরের বদৌলতে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

স্ট্রিট-টেক ডিজিটাল মিটার: এতে কিছু অ্যাডভান্স ফিচার যুক্ত করা হয়েছে। এসব ফিচারের মধ্যে আছে—এফআই ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিজিটাল ঘড়ি, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ট্রিপ কিলোমিটার এবং জ্বালানি ইন্ডিকেটর। 

কোম্পানির দাবি, এক্সব্লেডের নতুন সংস্করণটি আরো বেশি জ্বালানিসাশ্রয়ী। এটি এক লিটার তেলে মাইলেজ দেবে ৬০ কিলোমিটার।

আগের সংস্করণের মতো এটাতেও ব্রেকিংয়ের জন্য রয়েছে পেটাল ডিস্ক। নিরাপত্তার জন্য থাকছে অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম (এবিএস)। হোন্ডার এক্সব্লেড বাইকের দাম ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।

ঢাকা/শাহেদ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক ত কর

এছাড়াও পড়ুন:

এক্সব্লেডের নতুন ভার্সনে রয়েছে যেসব ফিচার

এক্সব্লেডের নতুন সংস্করণ বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে এটি শোরুমে পাওয়া যাচ্ছে। ১৬০ সিসি পিজিএম-এফআই ইউরো ৩ ইঞ্জিনের বাইকটিতে বেশকিছু ফিচার যুক্ত করেছে হোন্ডা। আসুন জেনে নিই সেসব ফিচার।

ইঞ্জিন কিল সুইচ: এ বাইকে যুক্ত করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ। এর ফলে যানজটে বসে আর চাবি ঘুরিয়ে বাইক বন্ধ করতে হবে না বাইকারদের।

সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ: বাইক স্টার্ট দেওয়ার পরে অনেক সময় সাইড স্ট্যান্ড তুলতে ভুলে যান বাইকাররা। ফলে, দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। এক্সব্লেডের নুতন সংস্করণে সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ যুক্ত করা হয়েছে। যদি সাইড স্ট্যান্ড ডাউন থাকে, তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর মিটারে দেখানো হবে। ফলে, এটি স্টার্টের সময় বাইকারের নিরাপত্তা নিশ্চিত করে।

ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর: বাইক পড়ে গেলে এই সেন্সরের বদৌলতে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

স্ট্রিট-টেক ডিজিটাল মিটার: এতে কিছু অ্যাডভান্স ফিচার যুক্ত করা হয়েছে। এসব ফিচারের মধ্যে আছে—এফআই ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিজিটাল ঘড়ি, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ট্রিপ কিলোমিটার এবং জ্বালানি ইন্ডিকেটর। 

কোম্পানির দাবি, এক্সব্লেডের নতুন সংস্করণটি আরো বেশি জ্বালানিসাশ্রয়ী। এটি এক লিটার তেলে মাইলেজ দেবে ৬০ কিলোমিটার।

আগের সংস্করণের মতো এটাতেও ব্রেকিংয়ের জন্য রয়েছে পেটাল ডিস্ক। নিরাপত্তার জন্য থাকছে অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম (এবিএস)। হোন্ডার এক্সব্লেড বাইকের দাম ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।

ঢাকা/শাহেদ/রফিক

সম্পর্কিত নিবন্ধ