এক্সব্লেডের নতুন সংস্করণ বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে এটি শোরুমে পাওয়া যাচ্ছে। ১৬০ সিসি পিজিএম-এফআই ইউরো ৩ ইঞ্জিনের বাইকটিতে বেশকিছু ফিচার যুক্ত করেছে হোন্ডা। আসুন জেনে নিই সেসব ফিচার।

ইঞ্জিন কিল সুইচ: এ বাইকে যুক্ত করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ। এর ফলে যানজটে বসে আর চাবি ঘুরিয়ে বাইক বন্ধ করতে হবে না বাইকারদের।

সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ: বাইক স্টার্ট দেওয়ার পরে অনেক সময় সাইড স্ট্যান্ড তুলতে ভুলে যান বাইকাররা। ফলে, দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। এক্সব্লেডের নুতন সংস্করণে সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ যুক্ত করা হয়েছে। যদি সাইড স্ট্যান্ড ডাউন থাকে, তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর মিটারে দেখানো হবে। ফলে, এটি স্টার্টের সময় বাইকারের নিরাপত্তা নিশ্চিত করে।

ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর: বাইক পড়ে গেলে এই সেন্সরের বদৌলতে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

স্ট্রিট-টেক ডিজিটাল মিটার: এতে কিছু অ্যাডভান্স ফিচার যুক্ত করা হয়েছে। এসব ফিচারের মধ্যে আছে—এফআই ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিজিটাল ঘড়ি, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ট্রিপ কিলোমিটার এবং জ্বালানি ইন্ডিকেটর। 

কোম্পানির দাবি, এক্সব্লেডের নতুন সংস্করণটি আরো বেশি জ্বালানিসাশ্রয়ী। এটি এক লিটার তেলে মাইলেজ দেবে ৬০ কিলোমিটার।

আগের সংস্করণের মতো এটাতেও ব্রেকিংয়ের জন্য রয়েছে পেটাল ডিস্ক। নিরাপত্তার জন্য থাকছে অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম (এবিএস)। হোন্ডার এক্সব্লেড বাইকের দাম ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।

ঢাকা/শাহেদ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক ত কর

এছাড়াও পড়ুন:

ধোবাউড়ায় পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হলো বুলেট

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গবিন্দপুর গ্রামে একটি পুকুর খননের কাজ করতে গিয়ে ৬০টি পরিত্যক্ত রাইফেল বুলেট উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তালুকদার বাড়ির পুকুর খননকালে শ্রমিক রমজান আলী কিছু গুলি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬০টি বুলেট উদ্ধার করে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানিয়েছেন, উদ্ধারকৃত বুলেটগুলো বেশ পুরনো এবং ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের। 
তিনি আরো বলেন, এই ধরনের বুলেট দীর্ঘদিন আগে ব্যবহৃত হয়েছিল এবং এগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।

এলাকাবাসীর মতে, এটি একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অবশিষ্ট চিহ্ন হতে পারে, যা স্বাধীনতা সংগ্রামের সময়ের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়।

পুলিশ বুলেটগুলো সংগ্রহ করে নিরাপদে থানায় নিয়ে গেছে।

সম্পর্কিত নিবন্ধ