অস্থিতিশীলতা সৃষ্টি রোধে সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে খাগড়াছড়ি জেলার আওতাধীন ৯টি উপজেলার বিভিন্ন থানা এলাকা থেকে মামলার আসামি ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মধ্যে ১৮ জনকে আটক করেছে থানা পুলিশের অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত সকলেই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রংপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাঙ্গাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ বিন রুহান (১২) শালটিপাড়া সামিল গ্রামের আখতারুল ইসলামের ছেলে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রুহান। এ ঘটনায় আহত হয়েছেন রুহানের মা ও অটোরিকশাচালক।’’

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ