অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ধীরে ধীরে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশে এ কথা জানান তিনি।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল হান্ট অপারেশন কত দিন চলবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যত দিন ডেভিল থাকবে, তত দিন ডেভিল হান্ট অপারেশন চলবে। সাম্প্রতিক অভিযানে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘অভিযানে যতগুলো অস্ত্র উদ্ধারের আশা করেছিলাম, ততটুকু হয়তো হচ্ছে না। তবে আস্তে আস্তে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

দেশের স্বার্থে আনসার ভিডিপির অবদান তুলে ধরে এই উপদেষ্টা বলেন, আনসার ভিডিপির সদস্যরা আইনশৃঙ্খলার পাশাপাশি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছে। যে সময় অনেক কিছু খালি হয়ে গিয়েছিল, ওই সময়ে আনসার সদস্যেরা নিজেদের দায়িত্ব ছাড়েননি। তাঁরা সব সময় ভালো কাজ করে যাচ্ছেন। তাঁদের ধন্যবাদ দেওয়া উচিত।

আনসার ভিডিপির সদস্যদের কিছু দাবির বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেগুলো যৌক্তিক দাবি, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আর যেগুলো অযৌক্তিক, সেগুলো বিবেচনা করা হবে না। এরপর আনসার–ভিডিপির সদস্যদের তৈরি হস্তশিল্প প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের আনসার সদস্যদের তৈরি পণ্যের গুণগত মান, উৎপাদন খরচ সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেন। বিভিন্ন স্টলে নারী উদ্যোক্তাদের সফলতার গল্প শোনেন।

সকালে আনসার–ভিডিপির দরবারহলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই সময় উল্লেখযোগ্য ভালো কাজের স্বীকৃতির জন্য ১৫৬ জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভূষিত করা হয়। আনসার বাহিনীর অবদানের কথা তুলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানে বাহিনীর সদস্যরা থানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের ক্রান্তিকালে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে এ বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারত্বের সঙ্গে কাজ করেছেন।

দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ১৬টি আনসার ব্যাটালিয়ন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ হাজার আনসার ব্যাটালিয়ন সদস্য এবং ১৩ হাজার হিল আনসার ও হিল ভিডিপি সদস্য মোতায়েন আছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক মিশন এবং শিল্পপ্রতিষ্ঠানে বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন। বর্তমানে ৫১ হাজার ৬৬৭ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৫ হাজার ৭৫৭টি স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বাহিনীর ৩৯টি পুরুষ আনসার ব্যাটালিয়ন, ২টি মহিলা আনসার ব্যাটালিয়ন এবং ১টি বিশেষ আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ হ ঙ গ র আলম চ ধ র আনস র ভ ড প র র সদস য আনস র ও র আনস র সরক র

এছাড়াও পড়ুন:

রংপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাঙ্গাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ বিন রুহান (১২) শালটিপাড়া সামিল গ্রামের আখতারুল ইসলামের ছেলে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু রুহান। এ ঘটনায় আহত হয়েছেন রুহানের মা ও অটোরিকশাচালক।’’

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ