সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮২ বারে ৩ লাখ ১ হাজার ৬৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৮৪ বারে ১৪ লাখ ৩৯ হাজার ৩৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮ বারে ৪৬ হাজার ২০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ফার্স্ট ফাইন্যান্সের ৫.

৫৬ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের ৪.৯৪ শতাংশ, লুব রেফ বাংলাদেশের ৪.৮২ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.৪২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৩.৯৬ শতাংশ, পিপলস লিজিংয়ের ৩.৮৫ শতাংশ এবং বাংলাদেশ অটোকার্সের ৩.৮২ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

কীওয়ার্ড: শ য় র দর

এছাড়াও পড়ুন:

কক্সবাজারে সমন্বয়কের পিতাকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবি এনসিপির

কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই অভ্যুত্থানের এক সমন্বয়কের পিতাকে উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও বিচারের দাবি জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক সাইদুল হুদার পিতা হাবিবুল হুদাকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলায় সাইদুল হুদার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এর আগে বিভিন্ন মামলায় কারাবন্দী ছিল। এদিকে এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কেউই আইনের আওতায় আসেনি, যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করছে। জাতীয় নাগরিক পার্টি এই হত্যা ও হামলার সঙ্গে জড়িত প্রত্যককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানায়।

আরও পড়ুনকক্সবাজারে গুলি করে এক ব্যক্তিকে হত্যা১১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ