এবার মেয়েকে নিয়ে নৃশংস ষড়যন্ত্র লড়াইয়ে স্বস্তিকা
Published: 12th, February 2025 GMT
পশ্চিমবঙ্গের যাদবপুরের হোস্টেলে ছাত্র-নির্যাতনের প্রেক্ষাপটে নির্মাণ করা হয় ‘বিজয়া’ সিরিজ। সেখানে নির্যাতিত ওই ছাত্রের মায়ের ভূমিকায় লড়াই করতে দেখা গেছে টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। ফের এক রহস্য-রোমাঞ্চে ভরা নতুন থ্রিলার নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। এবারও তাঁর সেই গল্পের মূল সৈনিক স্বস্তিকা। নতুন এই ছবির নাম ‘অশনি’।
সায়ন্তন ঘোষালের এই ছবির গল্পে উঠে আসবে মেয়েকে নিয়ে লড়াই করে বেঁচে থাকা আরও এক মায়ের গল্প। থাকবে বিশ্বাসঘাতকতার কথা। এমনই এক মা হলেন পূর্বা (স্বস্তিকা মুখোপাধ্যায়)। যিনি কিনা অতীত অন্ধকারের সঙ্গে লড়াই করে সবেমাত্র একটু সুখের মুখ দেখেছেন। মেয়েকে সমস্ত অন্ধকারের থেকে আগলে রেখেছেন। সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। তবে জীবনের সেই সুখ যেন সহ্য হল না। নৃশংস ষড়যন্ত্র তাঁকে নতুন লড়াইয়ের মুখে ফেলে দেয়। যে অতীত পালিয়ে গেছে বলে মনে করেছিল পূর্বা, সেই আবার ফিরে আসে। পূর্বা কি আদৌ পারবে মেয়েকে নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে?
এই ছবিতে স্বস্তিকার সঙ্গে দেখা যাবে দিতিপ্রিয়া রায়, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার এবং আরও অন্যান্য অভিনেতাকে।
‘অশনি’ চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ড.
পরিচালক সায়ন্তন ঘোষাল জানান, ‘এই ছবির গল্প আমার আগের ছবিগুলোর থেকে একেবারেই আলাদা। আমি আগেও অনেক সাসপেন্স-ভিত্তিক গল্প বলেছি, তবে এধরনের মানুষদের গল্প, তাঁদের সম্পর্ক, জীবন, কষ্ট, আকাঙ্ক্ষার কথা কখনও বলিনি। এই ছবি কোনওরকম রোম্যান্টিকতা, আবরণ ছাড়াই সত্যিকারের পৃথিবীকে তুলে ধরবে। কলকাতাকেও একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যাবে। যে রূঢ় কলকাতার ছবি কখনওই তুলে ধরা হয় না। এখানে মানুষের প্রতিদিনের অদৃশ্য লড়াইয়ের গল্প উঠে আসবে। গোটা গল্পটি একটা অন্য আবেগের দ্বারা পরিচালিত হবে।’ সূত্র: আনন্দবাজার।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর চ ল
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে অটোবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ২
ফরিদপুর শহরের আদমপুর চুনারুঘাটা বেড়িবাঁধ ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, চুনারুঘাটা ব্রিজ এলাকায় একটি ট্রাক অটোবাইকে ধাক্কা দিলে ছয়জন আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়। আহত চারজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
আরো পড়ুন:
জন সচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়: ইলিয়াস কাঞ্চন
কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুই জন নিহত হয়েছে। চারজন হাসপাতালে ভর্তি রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তামিম/বকুল