নিজের বাড়ি পোড়ানো নিয়ে ক্ষোভ উগ্রে দিয়েছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে নিজ পোড়া বাড়ির সামনে সংবাদ সম্মেলনে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় অন্তর্বর্তী সরকারকে সাত দিনের আল্টিমেটাম দেন তিনি।

নুরুজ্জামান কাফি বলেন, ‘‘আগামী সাত দিনের মধ্যে আমার ঘর পুনর্নির্মাণ এবং দোষীদের গ্রেপ্তার করা না হলে আমি একাই এই পোড়া বাড়ির সামনে রাস্তায় দাঁড়াব। বিপ্লবী ছাত্রজনতা আমার সঙ্গে আছে। এই পোড়া বাড়ির সামনে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে।’’ প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

৩২-এর বাড়ি পোড়ানোর জেরে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অভিযোগ করে বলেন, ‘‘স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, মানুষের পক্ষে কথা বলেছি। শেখ হাসিনা বলেছেন, ধানমন্ডি যারা পুড়িয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। আর ঠিক সেই প্রতিশোধ হিসেবে প্রথমে আমার বাড়ি পুড়েছে।’’

অন্তর্বর্তী সরকারের ওপর সাধারণ মানুষ আস্থা হারিয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘দেশের ৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে বর্তমান সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। আমরা আন্দোলন করলেও সরকারের কাছ থেকে কোনো সুবিধা চাইনি, উপদেষ্টা হতে চাইনি। শুধু দেশের মানুষের নিরাপত্তা চেয়েছি। অথচ আজ আমার নিজের ঘরই নেই।’’

কাফি আরো বলেন, ‘‘আমার বাড়িতে আগুন হাসিনা লাগায়নি। লাগিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ। দেশে এখনো ৭০ শতাংশ আওয়ামী লীগ একটিভ। এই ফ্যাসিস্টদের বিষদাঁত উপরে ফেলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অবশ্যই অপরাধীদের খুঁজে বের করা সম্ভব।’’

সংবাদ সম্মেলনে কাফির বাবা এবিএম হাবিবুর রহমান ও বড় ভাই নুরুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার গভীর রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেয় দুর্বত্তরা। অগ্নিকাণ্ডে বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ঢাকা/ইমরান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র র

এছাড়াও পড়ুন:

মদসহ যুবলীগ নেতা আটক, মারধর করে পুলিশে দিল জনতা

নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। পরে তাকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

ওই যুবলীগ নেতার নাম নাছির উদ্দিন টিটু (৪৩)। তিনি উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পরে আত্মগোপনে চলে যান নাছির উদ্দিন টিটু। বুধবার রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন আইয়ুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করা হয়। পরে মারধর করে তাকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘‘চোলাই মদসহ যুবলীগ নেতা টিটুকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।’’

ঢাকা/সুজন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ