Risingbd:
2025-02-12@12:54:00 GMT

সাতক্ষীরায় একুশে বইমেলা শুরু 

Published: 12th, February 2025 GMT

সাতক্ষীরায় একুশে বইমেলা শুরু 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’— স্লোগানে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উপলক্ষে ১০ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ফিতা কেটে, ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, এনডিসি পলাশ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটল, কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ।

সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম মনির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল হকসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বইমেলা পরিদর্শন করেন।

আরো পড়ুন:

বইমেলায় হট্টগোল, উপদেষ্টা ফারুকীর কড়া বার্তা

বইমেলায় হট্টগোল: ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ বইমেলার বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন। এ সময় তিনি সাতক্ষীরার লেখক, কবি, সাহিত্যিকদের বই সংগ্রহের তাগিদ দেন। এই বইমেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময় তিনি বলেন, ‘‘ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। বাঙালি হিসেবে এ চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।’’

ঢাকা/শাহীন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বইম ল

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে অটোবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুর শহরের আদমপুর চুনারুঘাটা বেড়িবাঁধ ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার খলিল মন্ডলেরহাট এলাকার আলী পাটাদারের ছেলে হাসেম পাটাদার (৪০) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু (২৮)। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, চুনারুঘাটা ব্রিজ এলাকায় একটি ট্রাক অটোবাইকে ধাক্কা দিলে ছয়জন আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়। আহত চারজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।

আরো পড়ুন:

জন সচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়: ইলিয়াস কাঞ্চন

কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুই জন নিহত হয়েছে। চারজন হাসপাতালে ভর্তি রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ঢাকা/তামিম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ