পশ্চিমবঙ্গের যাদবপুরের হোস্টেলে ছাত্র-নির্যাতনের প্রেক্ষাপটে নির্মাণ করা হয় ‘বিজয়া’ সিরিজ। সেখানে নির্যাতিত ওই ছাত্রের মায়ের ভূমিকায় লড়াই করতে দেখা গেছে টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। ফের এক রহস্য-রোমাঞ্চে ভরা নতুন থ্রিলার নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। এবারও তাঁর সেই গল্পের মূল সৈনিক স্বস্তিকা। নতুন এই ছবির নাম ‘অশনি’।

সায়ন্তন ঘোষালের এই ছবির গল্পে উঠে আসবে মেয়েকে নিয়ে লড়াই করে বেঁচে থাকা আরও এক মায়ের গল্প। থাকবে বিশ্বাসঘাতকতার কথা। এমনই এক মা হলেন পূর্বা (স্বস্তিকা মুখোপাধ্যায়)। যিনি কিনা অতীত অন্ধকারের সঙ্গে লড়াই করে সবেমাত্র একটু সুখের মুখ দেখেছেন। মেয়েকে সমস্ত অন্ধকারের থেকে আগলে রেখেছেন। সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। তবে জীবনের সেই সুখ যেন সহ্য হল না। নৃশংস ষড়যন্ত্র তাঁকে নতুন লড়াইয়ের মুখে ফেলে দেয়। যে অতীত পালিয়ে গেছে বলে মনে করেছিল পূর্বা, সেই আবার ফিরে আসে। পূর্বা কি আদৌ পারবে মেয়েকে নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে? 

এই ছবিতে স্বস্তিকার সঙ্গে দেখা যাবে দিতিপ্রিয়া রায়, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার এবং আরও অন্যান্য অভিনেতাকে।

‘অশনি’ চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ড.

কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন রানা মজুমদার, আবার এই ছবি দিয়েই প্রযোজনায় পা রাখছেন প্রবাসী বাঙালি সব্যসাচী উপাধ্যায়।

পরিচালক সায়ন্তন ঘোষাল জানান, ‘এই ছবির গল্প আমার আগের ছবিগুলোর থেকে একেবারেই আলাদা। আমি আগেও অনেক সাসপেন্স-ভিত্তিক গল্প বলেছি, তবে এধরনের মানুষদের গল্প, তাঁদের সম্পর্ক, জীবন, কষ্ট, আকাঙ্ক্ষার কথা কখনও বলিনি। এই ছবি কোনওরকম রোম্যান্টিকতা, আবরণ ছাড়াই সত্যিকারের পৃথিবীকে তুলে ধরবে। কলকাতাকেও একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যাবে। যে রূঢ় কলকাতার ছবি কখনওই তুলে ধরা হয় না। এখানে মানুষের প্রতিদিনের অদৃশ্য লড়াইয়ের গল্প উঠে আসবে। গোটা গল্পটি একটা অন্য আবেগের দ্বারা পরিচালিত হবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: পর চ ল

এছাড়াও পড়ুন:

রাঙামাটিতে বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু উৎসব শুরু

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর প্রধান সামাজিক আনন্দ আয়োজন বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু উপলক্ষে উৎসব শুরু হয়েছে। আর এই উৎসবকে ঘিরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলা । 

বৃহস্পতিবার (৩ এপ্রিল)  বিকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিটিউট মাঠে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা এনডিসি, পিএসসি। 

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। 

সাত দিনব্যাপী বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু মেলার উদ্বোধন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা। 

মেলার প্রথমদিনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রায় তিন শতাধিক ক্ষুদে চিত্রশিল্পী রঙ তুলির মাধ্যমে পাহাড়ি জীবনধারা ফুটিয়ে তোলে। 

মেলায় প্রায় ১৮০টি স্টল রয়েছে। যেখানে পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা তাদের ঐতিহ্যবাহী পোশাক, খাবার-দাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই মেলায় লোক সমাগম বাড়তে শুরু করেছে। 

এসময় চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, খিয়াং, লুসাই, অহমিয়া, গুর্খা শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা/শংকর/টিপু 

সম্পর্কিত নিবন্ধ