পশ্চিমবঙ্গের যাদবপুরের হোস্টেলে ছাত্র-নির্যাতনের প্রেক্ষাপটে নির্মাণ করা হয় ‘বিজয়া’ সিরিজ। সেখানে নির্যাতিত ওই ছাত্রের মায়ের ভূমিকায় লড়াই করতে দেখা গেছে টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। ফের এক রহস্য-রোমাঞ্চে ভরা নতুন থ্রিলার নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। এবারও তাঁর সেই গল্পের মূল সৈনিক স্বস্তিকা। নতুন এই ছবির নাম ‘অশনি’।

সায়ন্তন ঘোষালের এই ছবির গল্পে উঠে আসবে মেয়েকে নিয়ে লড়াই করে বেঁচে থাকা আরও এক মায়ের গল্প। থাকবে বিশ্বাসঘাতকতার কথা। এমনই এক মা হলেন পূর্বা (স্বস্তিকা মুখোপাধ্যায়)। যিনি কিনা অতীত অন্ধকারের সঙ্গে লড়াই করে সবেমাত্র একটু সুখের মুখ দেখেছেন। মেয়েকে সমস্ত অন্ধকারের থেকে আগলে রেখেছেন। সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। তবে জীবনের সেই সুখ যেন সহ্য হল না। নৃশংস ষড়যন্ত্র তাঁকে নতুন লড়াইয়ের মুখে ফেলে দেয়। যে অতীত পালিয়ে গেছে বলে মনে করেছিল পূর্বা, সেই আবার ফিরে আসে। পূর্বা কি আদৌ পারবে মেয়েকে নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে? 

এই ছবিতে স্বস্তিকার সঙ্গে দেখা যাবে দিতিপ্রিয়া রায়, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার এবং আরও অন্যান্য অভিনেতাকে।

‘অশনি’ চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ড.

কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন রানা মজুমদার, আবার এই ছবি দিয়েই প্রযোজনায় পা রাখছেন প্রবাসী বাঙালি সব্যসাচী উপাধ্যায়।

পরিচালক সায়ন্তন ঘোষাল জানান, ‘এই ছবির গল্প আমার আগের ছবিগুলোর থেকে একেবারেই আলাদা। আমি আগেও অনেক সাসপেন্স-ভিত্তিক গল্প বলেছি, তবে এধরনের মানুষদের গল্প, তাঁদের সম্পর্ক, জীবন, কষ্ট, আকাঙ্ক্ষার কথা কখনও বলিনি। এই ছবি কোনওরকম রোম্যান্টিকতা, আবরণ ছাড়াই সত্যিকারের পৃথিবীকে তুলে ধরবে। কলকাতাকেও একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখা যাবে। যে রূঢ় কলকাতার ছবি কখনওই তুলে ধরা হয় না। এখানে মানুষের প্রতিদিনের অদৃশ্য লড়াইয়ের গল্প উঠে আসবে। গোটা গল্পটি একটা অন্য আবেগের দ্বারা পরিচালিত হবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: পর চ ল

এছাড়াও পড়ুন:

ডাকহর্স ফেইনুর্ডের মুখোমুখি জায়ান্ট মিলান 

চ্যাম্পিয়নস লিগের বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাতের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ফেইনুর্ড। তারা এবারের আসরে রীতিমত চমক দেখিয়েছে সবাইকে। ডাচ ক্লাবটি আরও একটি অঘটনের জন্ম দিতে চাইবে আজ রাতে। তবে সেক্ষেত্রে তাদের কাজটা বেশ কঠিনই হবে। তাদের মুখোমুখি যে আসরের দ্বিতীয় সর্বোচ্চ সফল দল এসি মিলান।

ফেইনুর্ডের মাঠে এই ম্যাচের সব আলো থাকবে সান্তিয়াগো হেমিনিজের দিকে। এই ম্যাক্সিকান দুই সপ্তাহ আগেও ছিলেন ডাচ ক্লাবটির ফুটবলার। তবে শীতকালীন দলবদলের অন্তিম মুহূর্তে নাম লিখিয়েছেন মিলানে। এই ২৬ বছর বয়সী স্ট্রাইকার যখন ইতালিয়ান জায়ান্টদের ডেরায় নাম লিখিয়েছেন তখন কিন্তু এই দুই দলের মুখোমুখি হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল।

আরো পড়ুন:

‘স্টপ ক্রায়িং ইউর হার্ট আউট’ তাঁতিয়ে দিয়েছিল ভিনিসিয়ুসকে

রিয়াল দেখাল তারাই ‘রাজা’

 

মিলানের জার্সি গায়ে উঠিয়েই হেমিনেজ তার প্রথম সিরি-আ ম্যাচে গোল করেছেন এম্পাওলির বিপক্ষে। তৃতীয় ম্যাক্সিকান হিসেবে তিনি সিরি-আ’তে গোল করেছেন। যদিও ফেইনুর্ডের হয়ে তিনি চমৎকার ৩টি মৌসুম কাটিয়ে ১০৫ ম্যাচে ৬৫ গোল করেছেন।

এই মৌসুমে ফেইনুর্ড যেভাবে প্লে অফ পর্যন্ত এসেছে তা অবশ্য বেশ আশা জাগানিয়া। বায়ার্ন মিউনিখকে তারা হারিয়ে দিয়েছিল ৩-০ গোলে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা ৩ গোলে পিছিয়ে থেকেও বিষ্ময়ের জন্ম দিয়ে ম্যাচ ড্র করে। ফেইনুর্ডকে আসরের ‘গ্রেট এন্টারটেইনার’ বললেও ভুল হবে না।

অন্যদিকে নতুন ম্যানেজমেন্টের অধীনে ‘রেনেসা’র ডাক দিয়েছে এসি মিলান। চ্যাম্পিনস লিগের ৭ বারের চ্যাম্পিয়নরা নিকট অতীতের জঞ্জাল পেছনে ফেলে ঘুরে দাঁড়নোর পথে হাটছে। সেই যাত্রায় তাদের অগ্রদূত ক্লাবটির কিংবদন্তী জলাতান ইব্রাহিমোভিচ। এই সুইডিশ ইতালিয়ান ক্লাবটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইব্রাহিমোভিচের অনুরোধেই পর্তুগিজ ম্যানেজার সার্জিও কনসেইসাওকে মিলানের দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক এই এফসি পোর্তো ম্যানেজারের ফুটবল দর্শন একদম সহজ- গোল করা এবং নিজেদের গোলবারকে প্রতিপক্ষ থেকে রক্ষা করা। কনসেইসাও এসেই দলেটেনেছেন কাইল ওয়াকার, হেমিনেজ এবং জোয়াও ফিলিক্সের মত ফুটবলারদের।

চেলসি থেকে মিলানে নাম লেখানো ফিলিক্স আবার বড় ম্যাচের ফুটবলার। এই পর্তুগিজ ফ্রোয়ার্ডও নিজের প্রথম সিরি-আ ম্যাচে অসাধারণ এক গোল করেছেন। ডাক হর্স ফেইনুর্ডের বিপক্ষে এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে আক্রমণ ত্রয়ী লিয়াও,হেমিনেজ এবং ফিলিক্সের গোলের দিকেই হয়তো তাকিয়ে থাকবেন কোচ কনসেইসাও। 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ