সাবেক ডিআইজি বাতেনের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ
Published: 12th, February 2025 GMT
পুলিশের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল বাতেনের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
স্থাবর সম্পদের মধ্যে সুনামগঞ্জ এলাকায় ১০০ শতকের অধিক জমি এবং অস্থাবর সম্পদের মধ্যে চারটি ব্যাংক অ্যাকাউন্টের চার কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা ও এনআরবিসি ব্যাংকের একটি অ্যাকাউন্ট রয়েছে।
আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো.
অভিযোগ সংশ্লিষ্ট মো. আব্দুল বাতেন ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে।
এমতাবস্থায় সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক ও অস্থাবর সম্পত্তিসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।
ঢাকা/মামুন/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তারাদের ভার্চুয়াল কলমে বৈশাখের শুভেচ্ছা
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করছেন বাঙালিরা। অতীত ভুলে নতুনের আবাহনে মেতে উঠেছেন। ফলে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শোবিজ অঙ্গনের তারকারাও দিনটি নিজেদের মতো করে উদযাপন করছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তারা।
অভিনেত্রী জয়া আহসান বেশ কটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজে পরেছেন। চুলে গোঁজা রক্তজবা। হাতে লাল-সবুজ রঙের চুড়ি। হাতে হাতপাখা। মুখে লেগে আছে হাসি। এসব ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”
গত বছর পুত্র পূণ্যকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন পরীমণি। তার বেশ কিছু মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছিলেন। সেই পুরোনো পোস্ট শেয়ার করে পরীমণি লেখেন, “কারো জীবনের আনন্দের কারণ না হও। কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে—।” অন্য একটি পোস্টে এ অভিনেত্রী লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”
আরো পড়ুন:
তাহসানের বিয়ে নিয়ে যা বললেন মিথিলা
সুখবর দিলেন মিথিলা
পহেলা বৈশাখের প্রথমার্ধে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা। এ অভিনেত্রী লেখেন, “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো…এসো। শুভ নববর্ষ ১৪৩২।”
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বেশ কটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। শাড়িতে স্নিগ্ধ মেহজাবীন দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী বলেন, “বৈশাখ।”
মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল বিশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, “নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!”
ঢাকা/শান্ত