বিপিএলে দল থেকে বাদ পড়ে ভালোই হয়েছে নাজমুলের
Published: 12th, February 2025 GMT
ইতিবাচকতা এমন এক জিনিস, যা চাইলে সবচেয়ে খারাপ কিছু থেকেও বের করে ফেলা যায়। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন উদাহরণ হতে পারেন এই বিষয়ে। বিপিএলের শেষ আট ম্যাচে ফরচুন বরিশালের একাদশে জায়গা হয়নি তার। এ নিয়ে চারদিকে নানা শোরগোল—অথচ তিনি কি না এতেও ইতিবাচক কিছুই খুঁজে পেলেন!
বিপিএলের শেষদিকে নাজমুলের অনুশীলনের ঠিকানা বদলে গিয়েছিল। ফরচুন বরিশালের সঙ্গে একাডেমি মাঠ নয়, তিনি অনুশীলন করেছেন ইনডোরের মাঠে জাতীয় দলের কোচিং স্টাফদের সঙ্গে। ম্যাচ না খেলার ইতিবাচক দিকটা তিনি খুঁজে পেয়েছেন এখানেই।
কীভাবে? চ্যাম্পিয়নস ট্রফির আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তাই ব্যাখ্যা করেছেন নাজমুল, ‘ম্যাচ খেলতে পারি নাই, এর ভেতরেও ইতিবাচক কিছু দিক ছিল। নিয়মিতই অতিরিক্ত ব্যাট করার সুযোগ পেয়েছি। কীভাবে আরেকটু প্রস্তুত হতে পারি, ওখানে কোচরা সাহায্য করেছে। পাশাপাশি আমি ফিটনেসটা নিয়েও কাজ করেছি। বিপিএলের ওই সময়টা খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, চ্যাম্পিয়নস ট্রফিটা ভালো যাবে।’
জাতীয় দলের অধিনায়ক হয়েও বিপিএলে নিয়মিত দলে সুযোগ পাননি নাজমুল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
ডাকহর্স ফেইনুর্ডের মুখোমুখি জায়ান্ট মিলান
চ্যাম্পিয়নস লিগের বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাতের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ফেইনুর্ড। তারা এবারের আসরে রীতিমত চমক দেখিয়েছে সবাইকে। ডাচ ক্লাবটি আরও একটি অঘটনের জন্ম দিতে চাইবে আজ রাতে। তবে সেক্ষেত্রে তাদের কাজটা বেশ কঠিনই হবে। তাদের মুখোমুখি যে আসরের দ্বিতীয় সর্বোচ্চ সফল দল এসি মিলান।
ফেইনুর্ডের মাঠে এই ম্যাচের সব আলো থাকবে সান্তিয়াগো হেমিনিজের দিকে। এই ম্যাক্সিকান দুই সপ্তাহ আগেও ছিলেন ডাচ ক্লাবটির ফুটবলার। তবে শীতকালীন দলবদলের অন্তিম মুহূর্তে নাম লিখিয়েছেন মিলানে। এই ২৬ বছর বয়সী স্ট্রাইকার যখন ইতালিয়ান জায়ান্টদের ডেরায় নাম লিখিয়েছেন তখন কিন্তু এই দুই দলের মুখোমুখি হওয়াটা নিশ্চিত হয়ে গিয়েছিল।
আরো পড়ুন:
‘স্টপ ক্রায়িং ইউর হার্ট আউট’ তাঁতিয়ে দিয়েছিল ভিনিসিয়ুসকে
রিয়াল দেখাল তারাই ‘রাজা’
মিলানের জার্সি গায়ে উঠিয়েই হেমিনেজ তার প্রথম সিরি-আ ম্যাচে গোল করেছেন এম্পাওলির বিপক্ষে। তৃতীয় ম্যাক্সিকান হিসেবে তিনি সিরি-আ’তে গোল করেছেন। যদিও ফেইনুর্ডের হয়ে তিনি চমৎকার ৩টি মৌসুম কাটিয়ে ১০৫ ম্যাচে ৬৫ গোল করেছেন।
এই মৌসুমে ফেইনুর্ড যেভাবে প্লে অফ পর্যন্ত এসেছে তা অবশ্য বেশ আশা জাগানিয়া। বায়ার্ন মিউনিখকে তারা হারিয়ে দিয়েছিল ৩-০ গোলে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা ৩ গোলে পিছিয়ে থেকেও বিষ্ময়ের জন্ম দিয়ে ম্যাচ ড্র করে। ফেইনুর্ডকে আসরের ‘গ্রেট এন্টারটেইনার’ বললেও ভুল হবে না।
অন্যদিকে নতুন ম্যানেজমেন্টের অধীনে ‘রেনেসা’র ডাক দিয়েছে এসি মিলান। চ্যাম্পিনস লিগের ৭ বারের চ্যাম্পিয়নরা নিকট অতীতের জঞ্জাল পেছনে ফেলে ঘুরে দাঁড়নোর পথে হাটছে। সেই যাত্রায় তাদের অগ্রদূত ক্লাবটির কিংবদন্তী জলাতান ইব্রাহিমোভিচ। এই সুইডিশ ইতালিয়ান ক্লাবটির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইব্রাহিমোভিচের অনুরোধেই পর্তুগিজ ম্যানেজার সার্জিও কনসেইসাওকে মিলানের দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক এই এফসি পোর্তো ম্যানেজারের ফুটবল দর্শন একদম সহজ- গোল করা এবং নিজেদের গোলবারকে প্রতিপক্ষ থেকে রক্ষা করা। কনসেইসাও এসেই দলেটেনেছেন কাইল ওয়াকার, হেমিনেজ এবং জোয়াও ফিলিক্সের মত ফুটবলারদের।
চেলসি থেকে মিলানে নাম লেখানো ফিলিক্স আবার বড় ম্যাচের ফুটবলার। এই পর্তুগিজ ফ্রোয়ার্ডও নিজের প্রথম সিরি-আ ম্যাচে অসাধারণ এক গোল করেছেন। ডাক হর্স ফেইনুর্ডের বিপক্ষে এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে আক্রমণ ত্রয়ী লিয়াও,হেমিনেজ এবং ফিলিক্সের গোলের দিকেই হয়তো তাকিয়ে থাকবেন কোচ কনসেইসাও।
ঢাকা/নাভিদ