সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠা ও পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থের প্রয়োজন পড়বে বলে অনুমান করেছে জাতিসংঘ। এই অর্থের মধ্যে প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার লাগবে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতিসংঘের এক প্রতিবেদনে এই হিসাব উঠে এসেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতিবেদনে বলা হয়েছে, “গাজা উপত্যকায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার ও পুনর্গঠনের চাহিদা ৫৩.

১৪২ বিলিয়ন ডলার অনুমান করা হয়েছে। এর মধ্যে প্রথম তিন বছরে স্বল্পমেয়াদি চাহিদা প্রায় ২০.৫৬৮ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছে।”

সংঘাতের ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক ক্ষতির কথা তুলে ধরে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে গাজার অর্থনীতি ৮৩ শতাংশ ভেঙে পড়েছে, বেকারত্ব ৮০ শতাংশে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ২০২৪ সালে দারিদ্র্যতা বেড়ে ৭৪.৩ শতাংশ হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ২০২৩ সালের শেষে ৩৮.৮ শতাংশ ছিল।”

জাতিসংঘের মহাসচিব জোর দিয়ে বলেন, “যুদ্ধবিধ্বস্তা গাজা উপত্যকায় তাৎক্ষণিক মানবিক চাহিদা পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ।” তিনি বলেন, “তাৎক্ষণিক এবং স্বল্পমেয়াদি উদ্যোগ হিসেবে, মানবিক সংকটের তীব্র মাত্রা মোকাবিলা করার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানের ওপর অব্যাহত মনোযোগ প্রয়োজন।”

প্রতিবেদনে দুটি মূল অগ্রাধিকারের উপর জোর দেওয়া হয়েছে – শক্তিশালী বেসামরিক সুরক্ষা নিশ্চিত করা এবং সাহায্যের নিরাপদ ও বাধাহীন অ্যাকসেস নিশ্চিত করা।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, “গাজায় বেশিরভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি, প্রায় ১০ লাখ ১৩ হাজার মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা তাঁবুতে রয়েছে, যা পর্যাপ্ত সুরক্ষা প্রদান করে না। স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো খুবই অপর্যাপ্ত।”

প্রতিবেদনে ডিসেম্বর ও জানুয়ারির শুরুতে হাইপোথার্মিয়ার কারণে গাজায় কমপক্ষে আট শিশুর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে এবং গাজায় পূর্ণাঙ্গ শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা প্রস্তুত করার জন্য আরো শক্তিশালী আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন গুতেরেস।

তিনি বলেন, “রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং অর্থনৈতিক সংস্কারেরও প্রয়োজন হবে, তবে সেগুলো অর্জনযোগ্য এবং যথাযথভাবে অর্থায়ন করা উচিত।”

জাতিসংঘের প্রধান জোর দিয়ে আরো বলেন, “গাজাকে অবশ্যই একটি ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকতে হবে, এর ভূখণ্ডে কোনো ধরনের দখলদারিত্ব ছাড়াই। অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে সম্পূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ঐক্য বজায় রাখতে হবে।”

বিএইচ

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯.১২ টাকা।

গত ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৯.৫৯ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলামী ব্যাংক থেকে এস আলমের হরিলুট: অজ্ঞাত নামে টাকা তুলে পাঠানো হতো বিভিন্ন মাধ্যমে
  • বুয়েটে ভর্তি পরীক্ষা কাল বৃহস্পতিবার, ‘ক’ গ্রুপে ৪০০, ‘খ’–এ ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা
  • গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ‘বুমরাকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি রোনালদোবিহীন বিশ্বকাপের মতো’
  • হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর কারাগারে
  • জুলাই অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বুধবার
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোডের সূচি প্রকাশ
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫০ নম্বরে নয়, ১২০-এ, নম্বর বণ্টন কীভাবে
  • রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা